২০২০ করোনার আবির্ভাবে পর বিশ্বে এ পর্যন্ত একাধিক ভয়ংকর ভ্যারিয়েন্ট সামনে এসেছে। যা এটারই আভাস দিচ্ছে যে, ভবিষ্যতে আরও ভ্যারিয়েন্ট বা এই ধরনের আরও কিছু রোগ আসতে পারে। এরই মধ্যে এ নিয়ে কিছু স্বাস্থ্য বিশেষজ্ঞ সতর্কবার্তা দিয়েছেন। তারা বলেছেন, করোনা ভাইরাসের প্রভাবে বিশ্বে ‘হার্ট ফেইলিউর’ মহামারির দিকে এগিয়ে যেতে পারে।

এই অ্যালার্ট জাপানের শীর্ষ অনুসন্ধান সংস্থা রিকেনের বৈজ্ঞানিকদের কাছ থেকে পাওয়া গিয়েছে। তারা বিগত দিনে প্রকাশিত একটি নতুন রিপোর্টে দাবি করেছেন যে, মানব কোষিকাগুলো ভেতরে করোনাভাইরাস এসিই ২ এর সঙ্গে আটকে যায়। এটি হার্টের ক্ষেত্রেও অত্যন্ত কমন। এটাও বলা হয়েছে— যেসব মানুষের কোভিড হয়েছে, বর্তমানে তাদের মধ্যে অনেকেরই হার্ট ঠিকমতো কাজ করছে না। যদিও এর পেছনে কারণ অজ্ঞাত। কিন্তু মনে করা হচ্ছে, ভবিষ্যতে আমরা এই ধরনের আরও অনেক ঘটনা দেখতে পাব। যার মধ্যে লোকদের লাগাতার হার্ট অ্যাটাক হবে।

রিপোর্টে দাবি করা হয়, কোভিড ১৯ মহামারির পরিস্থিতিতে অনেকটা বদলে দিয়েছে। কারণ সার্স কোভিড টু এর লাগাতার সংক্রমণের কারণে ভবিষ্যতে হার্ট ফেইলিউরের আশঙ্কা খুব দ্রুত বাড়ছে। 

যদিও এর শক্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। সার্স কোভিড-টু সংক্রমণে হার্ট ফেইলিউরের ঘটনার সঙ্গে জড়িত আছে কি না।

রিসার্চ সেন্টারের লিডার হিদেতোশি বলেন, করোনাভাইরাসে সংক্রমিত কিছু লোকদের হার্টে লাগাতার ভাইরাল সংক্রমণ হতে পারে। তাই এর প্রস্তুতির জন্য একটা পরীক্ষা প্রণালী এবং উপশম পদ্ধতি স্থাপন করা উচিত। যাতে হার্ট ফেইল হলে আমরা খুব দ্রুত তাকে চিকিৎসা দিতে পারি।

এমএ