মহান বিজয় দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আবারও জন্মগত মুখমণ্ডলের বিকৃতি, ঠোঁট ও তালু কাটা রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্লাস্টিক সার্জারি ইউনিটের উদ্যোগে ৬ষ্ঠ বারের মতো আগামী ২০ ও ২১ ডিসেম্বর অস্ত্রোপচার কার্যক্রম পরিচালিত হবে।

বিএসএমএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

এতে বলা হয়েছে, শেখ জামাল ফ্রি প্লাস্টিক সার্জারি ষষ্ঠ ক্যাম্পে অস্ত্রোপচারের লক্ষ্যে আগামী ১৭ (রোববার) ও ১৮ ডিসেম্বর (সোমবার) রোগী বাছাই করা হবে। আর ১৯ ডিসেম্বর (মঙ্গলবার) রোগী ভর্তি সম্পন্ন করা হবে।

সেবা গ্রহিতাদের বহির্বিভাগের ভবন-২ এর ২০৬ নম্বর কক্ষে সকাল ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে যোগাযোগ করতে বলা হয়েছে।

এ কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান করবেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

ক্যাম্পে নেতৃত্ব দেবেন বিশ্ববিদ্যালয়ের প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান অধ্যাপক ডা. মো. আইয়ুব আলী, এতে অংশ নেবেন সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসকরা।

অধ্যাপক ডা. মো. আইয়ুব আলী আজ রোববার (১৭ ডিসেম্বর) সকালে গণমাধ্যমকে জানান, ক্যাম্পের আওতায় রোগীর ভর্তি ফিসহ সব পরীক্ষা-নিরীক্ষা বিনামূল্যে করা হবে। সেইসঙ্গে অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদের নিজস্ব তহবিল থেকে সমস্ত ওষুধ-পথ্যসহ অন্যান্য খরচ বহন করা হবে।

টিআই/পিএইচ