ভাতা বাড়ানোর দাবিতে চিকিৎসকদের আন্দোলন
‘প্রধানমন্ত্রী কথা বলবেন’ আশ্বাসে শাহবাগ অবরোধ স্থগিত
প্রধানমন্ত্রীর কথা বলার আশ্বাসে শাহবাগ অবরোধ কর্মসূচি আপাতত স্থগিতের ঘোষণা দিয়েছেন ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলনরত পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা। তবে, চলমান কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা।
সোমবার (১০ জুলাই) রাতে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ডা. মো. হাবিবুর রহমান সোহাগ।
বিজ্ঞাপন
সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন আন্দোলনরত চিকিৎসকরা।
ডা. সোহাগ বলেন, প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে দেখা করতে চেয়েছেন। ফলে আমরা আমাদের পূর্ব নির্ধারিত মঙ্গলবারের (১১ জুলাই) শাহবাগ অবরোধ কর্মসূচি স্থগিত করেছি। যদিও আমরা আমাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করছি, তারপরও কিছু লোক আমাদের আন্দোলনকে রাজনৈতিক ট্যাগ দিয়ে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেছে। আমরা তাদের কোনো সুযোগ দিতে চাই না।
তিনি বলেন, আমাদের দাবি-দাওয়া কাগজপত্র নিয়ে প্রধানমন্ত্রীর এপিএসের সঙ্গে দেখা করেছি। তিনি আমাদের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে কথা বলেন। এপিএস আমাদের আশ্বাস দেন, প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে দুই-তিন দিনের মধ্যে দেখা করবেন। আশা করছি প্রধানমন্ত্রী আমাদের কষ্ট বুঝবেন এবং দাবি মেনে নেবেন।
ভাতা বাড়ানোর দাবিতে বেশ কিছুদিন ধরে কর্মবিরতি ও গণ-অনশন কর্মসূচি পালন করছেন বিএসএমএমইউ ও বিসিপিএস-এর পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা। এরপর দাবি আদায়ে শাহবাগ ও বিএসএমএমইউতে অবস্থান কর্মসূচি ঘোষণা করেন তারা। পাশাপাশি সোমবার (১০ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি নিয়ে যান। চিকিৎসকদের কাছ থেকে স্মারকলিপি গ্রহণ করেন প্রধানমন্ত্রীর এপিএস-১ ইসমাত মাহমুদা।
টিআই/এসএম