ছবি : সংগৃহীত

দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত সারা দেশে ২০২২ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছিল। অথচ শুধু জুন মাসেই ৫ হাজার ৯৫৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

সংশ্লিষ্টরা বলছেন, বর্ষাকাল চলছে, বৃষ্টির পানি জমে ডেঙ্গুর রোগবাহী এডিস মশা বিস্তারের সুযোগ আছে। এ অবস্থায় ডেঙ্গু প্রতিরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না গেলে চলতি মাসে ডেঙ্গু আক্রান্তর হার আরও বেড়ে যেতে পরে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, জুলাই মাসের প্রথম দিনেই সারাদেশে ২৭০ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। জুন মাসের ৩০ দিনে চলতি বছরের সর্বোচ্চ এবং গত ৫ মাসের তুলনায় প্রায় তিনগুণ বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।

শনিবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।

আরও পড়ুন : ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭০

অধিদপ্তরের তথ্য বলছে, জুন মাসে সারাদেশে সর্বমোট ৫ হাজার ৯৫৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ৩৪ জন। এর আগে চলতি বছরের জানুয়ারিতে ৫৬৬ জন, ফেব্রুয়ারি মাসে ১৬৬ জন, মার্চ মাসে ১১১, এপ্রিল মাসে ১৪৩ এবং মে মাসে ১ হাজার ৩৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছিল। সবমিলিয়ে এ ৫ মাসে মোট ডেঙ্গু শনাক্ত হয়েছিল ২ হাজার ২২ জনের। এদিকে শুধু জুন মাসে দেশে ডেঙ্গু শনাক্ত হয় প্রায় ৬ হাজার জনের। সে হিসেবে বছরের প্রথম ৫ মাসের তুলনায় এক মাসেই (জুন) ডেঙ্গু শনাক্ত হয় প্রায় তিনগুণ।

জানা গেছে, রাজধানীর সরকারি হাসপাতালগুলোর মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি ২৩৯ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন ১২৩, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে ৭৩ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ২৮ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ২৫ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ২৪ জন এবং শিশু হাসপাতালে ১৯ জনসহ সরকারি ২০টি হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি আছেন ৫৯৮ জন।

এদিকে বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি আছেন ইসলামি ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে, সেখানে ৪৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এছাড়াও আজগর আলী হাসপাতালে ৩৬ জন, সালাউদ্দিন হাসপাতালে ২৪ জন, আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ১৯ জনসহ ৩৩টি বেসরকারি হাসপাতালে মোট ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৩৪৬ জন।

আরও পড়ুন : চেনা ছকের বাইরে ডেঙ্গু, বাড়ছে শঙ্কা

স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি আছেন ঢাকা মহানগরে, ৯৪৪ জন। এছাড়াও ঢাকা বিভাগে (ঢাকা শহর ব্যতীত) ৫৬ জন, ময়মনসিংহ বিভাগে ১০৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৭ জন, খুলনা বিভাগে ৪০ জন, রাজশাহী বিভাগে ৮ জন, রংপুর বিভাগে ৯ জন, বরিশাল বিভাগে ৬৯ জন, এবং সিলেট বিভাগে ৫ জন। সবমিলিয়ে ঢাকার বাইরে মোট ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৪৬১ জন।

প্রসঙ্গত, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৭০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭৮ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২ জন। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। 

এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১৪০৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৯৪৪ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪৬১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

আরও পড়ুন : ‘শহরের রোগ’ এখন ছড়িয়ে পড়েছে গ্রামেও

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৮২৪৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৬২৫৭ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১৯৯১ জন। আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৭৯৩ জন। ঢাকায় ৫২৭৩ এবং ঢাকার বাইরে ১৫২০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৫০ জনের মৃত্যু হয়েছে।

টিআই/এসকেডি