প্রথম আর এস ভি টিকার অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) বলছে আর এস ভি নামে পরিচিত রেসপিরেটরি সিনসেশিয়াল ভাইরাসের জন্য যুক্তরাষ্ট্রে ব্যবহারের প্রথম টিকা অনুমোদন করেছে।
এফডিএ বলছে ৬০ বছর কিংবা বেশি বয়সী ব্যক্তিদের আরএভির কারণে রোগাক্রান্ত হওয়া প্রতিরোধ করতে এ টিকার অনুমোদন দেওয়া হয়।
বিজ্ঞাপন
ব্রিটিশ ওষুধ কোম্পানি জিএসকে বা গ্ল্যাক্সো স্মিথ টিকাটি উদ্ভাবন করেছে। জি এসকে বলছে বয়স্ক লোকজনের জন্য এই প্রথম এ ধরনের কোনো টিকার অনুমোদন দেওয়া হলো।
আর এস ভি’র উপসর্গের মধ্যে জ্বর ও কাশির মতো সাধারণ ঠান্ডা লাগা অন্তর্ভুক্ত আছে। তবে এই ভাইরাস একই সাথে শিশু ও বৃদ্ধদের মধ্যে নিউমোনিয়ার কারণ হয়েও দেখা দিতে পারে।
এফ ডি এ বলছে ক্লিনিকাল পরীক্ষায় প্রায় ১২হাজার ৫০০ জন টিকা নিয়েছেন। প্রশাসন বলছে টিকা উপসর্গ দেখা দেওয়া এবং মারাত্মক ঘটনার ঝুঁকি হ্রাস করে।
এনএফ