স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল। এর আগে তিনি মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ ও সার্জারি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

রোববার (১ জানুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্মসচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসের কর্মকর্তা ডা. আবুল বাশার মো. জামালকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) হিসেবে বদলি/পদায়ন করা হলো।

জানা গেছে, অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে ১৯৯০ সালে এমবিবিএস পাস করেন। ১৯৯৭ সালে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) থেকে সার্জারিতে এফসিপিএস এবং ২০০৩ সালে সার্জারিতে রয়্যাল কলেজ অব এডিনবার্গ থেকে এফআরসিএস ডিগ্রি লাভ করেন। 

এছাড়াও তিনি হেপাটোবিলিয়ারি সার্জারি, ল্যাপারোস্কোপিক সার্জারিসহ সার্জারির শাখাগুলোতে দেশে বিদেশে প্রশিক্ষণ নেন। মেডিকেল এডুকেশন বিষয়ে তিনি এমমেড ডিগ্রি অর্জন করেন। ডা. জামাল বিসিপিএসের একজন নির্বাচিত কাউন্সিলর।

টিআই/জেডএস