বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) তৃতীয় শ্রেণি কর্মচারী কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় বিএসএমএমইউয়ের শহীদ ডা. মিলন হলে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

এ সময় উপাচার্য শারফুদ্দিন আহমেদ বলেন, রোগীদের সেবায় ভবিষ্যতে যারা ভালো কাজ করবেন, তাদের প্রমোশন দেওয়া হবে।

শারফুদ্দিন আহমেদ তার সময়ে কর্মচারীসহ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ড স্মরণ করিয়ে দিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের স্বার্থে আমার প্রশাসন যা যা করণীয় তাই করবে। দীর্ঘদিন ধরে দৈনিক হাজিরা ভিত্তিক ৯০০ কর্মচারীকে নিয়মিত করেছি। তাদের জীবনযাত্রার মানোন্নয়ন করেছি।

পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক, কর্মকর্তা কর্মচারীদের দ্রুত আবাসন ব্যবস্থার করার কথাও জানান তিনি।

এ সময় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. ফারুক হোসেন, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র কুমার কুণ্ডু, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক দেবাশীষ বৈরাগী,  মিডিয়া সেলের সমন্বয়ক সুব্রত বিশ্বাস প্রমুখ।

টিআই/এসকেডি