বিএসএমএমইউয়ে গবেষণা বৃদ্ধির তাগিদ উপাচার্যের
চিকিৎসক-গবেষকদের আরও গবেষণা বৃদ্ধির তাগিদ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে নিজ কার্যালয়ে জার্নাল কমিটির সমন্বয় সভায় এ তাগিদ দেন তিনি।
সভায় জার্নাল কমিটিতে সক্রিয় গবেষকদের অন্তর্ভুক্তিসহ বিশ্ববিদ্যালয়ে গবেষণা বৃদ্ধির জন্য কমিটির সদস্যদের তাগিদ দেন জার্নাল কমিটির এডিটোরিয়াল বোর্ডের এডিটর ইন চিফ ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শারফুদ্দিন আহমেদ। পাশাপাশি কমিটির গবেষকদের বিভিন্ন মতামত গ্রহণ করে তা বাস্তবায়নের নির্দেশ দেন তিনি।
বিজ্ঞাপন
সভায় বিশ্ববিদ্যালয়ের জার্নাল কমিটির এক্সিকিউটিভ এডিটর ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, জার্নাল এডিটোরিয়াল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. মো. রাজীবুল আলম, পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের অধ্যাপক ডা. মো. আতিকুল হক, অ্যান্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহজাদা সেলিম উপস্থিত ছিলেন।
টিআই/এসকেডি