প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সম্পূর্ণ বধির শিশুরা ককলিয়ার ইমপ্ল্যান্টের মাধ্যমে তারা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) প্রত্যেক বধির শিশুর জন্য প্রায় অর্ধকোটি টাকা মূল্যের এই চিকিৎসাসেবা কার্যক্রম সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

সোমবার (৪ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ই ব্লকের সেমিনার কক্ষে ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরোডিসঅর্ডার অ্যান্ড অটিজম (ইপনা) আয়োজিত অটিজম সচেতনতায় ‘ডিফারেন্টশিয়াল ডায়াগোসিস অব স্পিচ ডিলেস-ডক্টর সুড নো’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর মহানুভবতার কারণে যেসব মা বাবা কোনদিন সন্তানের মুখে মা বাবা ডাক শুনতে পাননি; তারা  মা বাবা ডাক শুনতে পারছেন।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে শারফুদ্দিন আহমেদ বলেন, বেশ কিছু দিন আগেও দেশে বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন শিশুরা অবহেলিত ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সুযোগ্য কন্যা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদের উদ্যোগের ফলে বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন শিশুরা অনেক সুযোগ সুবিধা পাচ্ছে। তাদের জীবন যাপনের মানোন্নয়নে জননেত্রী শেখ হাসিনা প্রতিনিয়ত উদ্যোগ নিচ্ছেন।

বিশ্ব অটিজম সচেতনতা দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত উদ্যোগ তুলে ধরে উপাচার্য আরও বলেন, বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন শিশুরা আর অস্বাভাবিক থাকবে না। বর্তমান সরকার প্রধানের উদ্যোগ বাস্তবায়িত হলে তারা সম্পদে পরিণত হবে। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুল এসবের দেখভাল করছেন। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছু প্রতিষ্ঠানের মাধ্যমে এসব বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের যত্ন নিচ্ছেন।  এসব প্রতিষ্ঠানের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইপনা প্রথম স্থানে রয়েছে।

সেমিনারে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ সপু। সেমিনারে সভাপতিত্ব করেন শিশু নিউরোলজি বিভাগের চেয়ারম্যান ও ইপনার উপ পরিচালক অধ্যাপক ডা. গোপেন কুমার কুন্ডু। সেমিনারে অনলাইনে প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের ডেভলপমেন্টাল পেডিট্রিশিয়ান ডা. লীরা লোবো ও  ডা. মনিষা মুখিজা। এছাড়া সেমিনারে ইপনার উপ পরিচালক (একাডেমিক) সহযোগী অধ্যাপক ডা. কানিজ ফাতেমা, শিশু নিউরোলজিস্ট ডা. মাজহারুল মান্নান প্রমুখসহ উক্ত বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সপ্তাহব্যাপী ৪ এপ্রিল বৈজ্ঞানিক সেমিনার, ৫ এপ্রিল অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প, ৬ এপ্রিল অভিভাবক  প্রশিক্ষণ থেরাপির আয়োজন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইপনা।

টিআই/আইএসএইচ