করোনায় আক্রান্তদের মধ্যে ৪৮টি করোনার নমুনা পরীক্ষায় ৪৭টিতেই দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি)। যা শতকরা হিসেবে ৯৮ শতাংশ। 

রোববার (২৭ ফেব্রুয়ারি) আইসিডিডিআরবির ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, আইসিডিডিআরবির ভাইরোলজি ল্যাবরেটরিতে গত ২৯ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত রাজধানীতে বসবাসরত ৪৮ জন করোনা রোগীর নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৭টিই ওমিক্রনের অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। বাকি একজনের নমুনায় পাওয়া গেছে ডেলটা ধরন; শতকরা হিসাবে যা ২ শতাংশ।

এছাড়াও করোনাভাইরাসে আক্রান্ত এসব রোগীদের মধ্যে ওমিক্রনের বিএ.২ উপধরনে আক্রান্ত হয়েছেন ৮৩ শতাংশ। আর বাকি ১৭ ভাগ রোগী বিএ.১ উপধরনে আক্রান্ত হয়েছেন বলেও জানিয়েছে আইসিডিডিআরবি।

টিআই/এসকেডি