দরিদ্রদের ঘামে ভেজা উপার্জনে চিকিৎসক হয়েছি
দেশের প্রতিটি চিকিৎসকের চিকিৎসক হওয়ার পেছনে দরিদ্র মানুষের ঘামে ভেজা উপার্জন রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির। তিনি বলেন, সব চিকিৎসকদের উচিত রোগীদের আন্তরিকতার সঙ্গে চিকিৎসা সেবা দেওয়া।
রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৪২তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ পাওয়া চিকিৎসকদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
অধ্যাপক ডা. আহমেদুল কবির বলেন, দেশের ইতিহাসে এতো সংখ্যক নিয়োগ আর কখনও হয়নি। জনগণের ট্যাক্সের টাকায় আমরা চিকিৎসক হয়েছি। নামমাত্র মূল্যে চিকিৎসক হয়েছি। নিম্নবিত্ত থেকে শুরু করে অনেক দরিদ্র মানুষের ঘামে ভেজা উপার্জন আমাদের পেছনে রয়েছে।
তিনি বলেন, চিকিৎসক হিসেবে একেকজন একেকটি প্রতিষ্ঠান এবং স্বাস্থ্য বিভাগের একেকজন এম্বাসেডর হিসেবে কাজ করবেন।এমনভাবে জনগণকে সেবা দিতে হবে, যেন চিকিৎসার পর কোন রোগীর মৃত্যু হলেও যেন রোগীর স্বজনরা চিকিৎসকের প্রশংসা করে।
আহমেদুল কবির বলেন, অনেক চিকিৎসক করোনায় মৃত্যুবরণ করেছেন। এছাড়াও অসংখ্য লোকজন আমরা হারিয়েছি। একটির পর একটি ওয়েব আসছে, বাংলাদেশ সাহসীকতার সঙ্গে সেগুলো মোকাবিলা করেছে। শুরুতে কিন্তু আমরা অনেকটাই আতঙ্কিত হয়ে গেছিলাম। অনেক উন্নত দেশই কঠিন সমস্যার মুখোমুখি হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব মো. লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও এমিরেটাস অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলানসহ আরও অনেকে।
টিআই/এসএম