তাদের শোকে পাথর দেশের অর্থনীতি
করোনার অভিশপ্ত একটি বছর যেন পার হলো। এখনও আক্রান্ত হচ্ছেন মানুষ, সারাবিশ্বে প্রতিদিন কেড়ে নিচ্ছে হাজারও প্রাণ। সাধারণ থেকে শুরু করে সমাজের উচ্চবিত্ত, রাজনীতিবিদ থেকে অর্থনীতিবিদ, ফুটপাতের ব্যবসায়ী থেকে শুরু করে প্রতিষ্ঠিত শিল্পগোষ্ঠীর প্রধানও বাদ যাচ্ছেন না।
গোটা বিশ্বের অর্থনীতির চাকাকে থমকে দেওয়া বছর হিসেবেই নয়, এ চাকা সচল রাখার দায়িত্ব যাদের হাতে তাদের হারিয়েও বিষাদে পরিণত হয়েছে সদ্যবিদায়ী ২০২০ সাল। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বিভিন্ন সূত্রে খোঁজ নিয়ে জানা গেছে, এখন পর্যন্ত দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শীর্ষ ৩০ ব্যবসায়ী, উদ্যোক্তা ও শিল্পপতির মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
করোনার কাছে হার মেনেছেন বাংলাদেশের অন্যতম বড় ব্যবসায়ীগোষ্ঠী যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, দেশের শীর্ষ সারির শিল্পপতি পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এ হাশেম, এস আলম গ্রুপের পরিচালক মোরশেদুল আলম এবং আকিজ ফুটওয়্যারের পরিচালক শেখ মোমিন উদ্দিনসহ আরও অনেক শিল্পপতি।
সবশেষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন দেশের অন্যতম শিল্পোদ্যোক্তা পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও নোয়াখালী-২ আসনের সাবেক সংসদ সদস্য এম এ হাশেম। গত ২৩ ডিসেম্বর দিবাগত রাত ১টা ২০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে ১১ ডিসেম্বর কারোনা শনাক্ত হওয়ার পর এম এ হাসেমকে হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে ১৬ ডিসেম্বর থেকে তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে নেওয়া হয়।
দেশের ব্যবসায়ীদের মধ্যে প্রথম প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হন প্রিন্স গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. তাসলিম আক্তার। চলতি বছরের ৯ এপ্রিল তার মৃত্যু হয়।
করোনায় প্রাণ হারান এস আলম গ্রুপ ও এনআরবি গ্লোবাল ব্যাংকের পরিচালক মোরশেদুল আলম। তিনি এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং চেমন ইস্পাত লিমিটেডের চেয়ারম্যান ছিলেন। গত ২২ মে চট্টগ্রামের একটি হাসপাতালে মারা যান ৬৫ বছর বয়সী এই ব্যবসায়ী।
গত ৩০ মে শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. ইমামুল কবির শান্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। তিনি শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, সুন্দরবন কুরিয়ার সার্ভিস, শান্তনিবাসের প্রতিষ্ঠাতাও ছিলেন।
বেসরকারি হাসপাতাল পপুলারের চেয়ারপারসন তাহেরা খানম করোনায় আক্রান্ত হয়ে গত ১০ জুন মারা যান। করোনা পজিটিভ থাকা অবস্থায় হৃদরোগজনিত কারণে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। সেখানেই তার মৃত্যু হয়।
গত ২৫ জুন শিল্পপতি হাসান জামিল সাত্তার করোনায় আক্রান্ত হয়ে মারা যান। তিনি ময়নামতি টেক্সটাইল মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
করোনায় আক্রান্ত হয়ে ৬৬ বছর বয়সে মারা যান দেশের চা-শিল্পের খ্যাতিমান ব্যবসায়ী আফসার মঈন। গত জুন মাসের ২৮ তারিখে তার মৃত্যু হয়। তিনি সুরমা টি-স্টেট ও কেএস ব্রোকার লিমিটেডের পরিচালক ছিলেন।
একই মাসের ৭ তারিখে করোনা নিয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আফসার মঈনের ভাই বিশিষ্ট শিল্পপতি আজমত মঈন। তিনি মৌলভী চা-কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান, সুরমা চা-কোম্পানির পরিচালক এবং অবিভক্ত বাংলার শিক্ষা ও স্বাস্থ্যমন্ত্রী নবাব মোশারফ হোসেনের প্রপৌত্র। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
করোনায় না ফেরার দেশে পাড়ি দেন বাংলাদেশের অন্যতম বড় ব্যবসায়ীগোষ্ঠী যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল। গত ১৩ জুলাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দৈনিক যুগান্তর, যমুনা টেলিভিশন এবং যমুনা ফিউচার পার্ক যমুনা গ্রুপের প্রতিষ্ঠান। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে (সাবেক অ্যাপোলো) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নুরুল ইসলাম বাবুল। তার বয়স হয়েছিল ৭৪ বছর। গত ১৪ জুন তিনি করোনায় আক্রান্ত হন। ওইদিনই তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। করোনাভাইরাসে তার কিডনি ক্ষতিগ্রস্ত হয়।
শিল্পপতি হাসান জামিল সাত্তারও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। গত ২৫ জুন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ময়নামতি টেক্সটাইল মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সাবেক সভাপতি ছিলেন। মৃত্যুকালে হাসান জামিল সাত্তারের বয়স হয়েছিল ৭০ বছর।
কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে গত ২৪ আগস্ট দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী আকিজ গ্রুপের পরিচালক শেখ মোমিন উদ্দিনের মৃত্যু হয়। শ্বাসকষ্টসহ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে তিনি রাজধানীর মগবাজার আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
গত ২৮ সেপ্টেম্বর করোনার কাছে হার মানেন চট্টগ্রামের শিল্পপতি হাসান মাহমুদ চৌধুরী। তিনি চট্টগ্রামের সবচেয়ে বড় আবাসিক এলাকা চান্দগাঁও আবাসিক কল্যাণ সমিতির সভাপতি ও কাশেম-নুর ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান ছিলেন। তিনি দীর্ঘদিন লাতিন আমেরিকা বাংলাদেশ চেম্বারের ভাইস প্রেসিডেন্ট ও থাই চেম্বার অব কমার্সের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। হাসান মাহমুদ জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলুর ছোট ভাই।
করোনা মহামারিতে প্রাণ হারান দেশের অনেক স্বনামধন্য ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তা। তাদের মধ্যে মোনেম গ্রুপের চেয়ারম্যান আব্দুল মোনেম খান ও ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানের মতো বেশ কয়েকজন প্রথিতযশা ব্যবসায়ী রয়েছেন।
এছাড়া করোনাকালে মারা যান পোশাক খাতের ব্যবসায়ী অ্যাপারেল ফেয়ারের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন মাহমুদ, বাংলাদেশ হোটেল অ্যান্ড গেস্ট হাউজ ওনার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও এফবিসিসিআইয়ের সাবেক সদস্য সাদিক আহসান, বাংলাদেশ প্লাস্টিক রাবার সু মার্চেন্ট অ্যাসোসিয়েশন ও সাবেক এফবিসিসিআই সদস্য হাজী মো. মনসুর আলী, বাংলাদেশ পেপার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আলহাজ সিরাজ উদ্দিন দেওয়ান, বাংলাদেশ পাথর ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি হাজী নুরুল ইসলাম, বাংলাদেশ ড্রেস মেকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হাজী মো. আব্দুল কালাম আজাদ, বাংলাদেশ রি-রোলিং মিলস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও সাবেক এফবিসিসিআই পর্ষদ সদস্য আবু বকর সিদ্দিক, বাংলাদেশ চিনি ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ শের মোহাম্মদ, ন্যাশনাল কোল্ড স্টোরেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. কামরুল হুসেন চৌধুরী (গোর্কি), বাংলাদেশ মনিহারি বণিক সমিতির সাবেক সভাপতি আবুল কাশেম খান, বাংলাদেশ মেটাল ওয়্যার অ্যান্ড ওয়্যারনেইলস মার্চেন্টস অ্যাসোসিয়েশন সহ-সভাপতি মো. মোবারক হোসেন, রয়েল ট্রেডিং করপোরেশনের স্বত্বাধিকারী বদরুল হুদা মুকুল, এফবিসিসিআইয়ের সদস্য মো. হাবিবুল্লাহ ও বাংলাদেশ পোদ্দার সমিতির সভাপতি ও এফবিসিসিআইয়ের সদস্য মো. বাচ্চু মিঞা, ইস্ট ওয়েস্ট ইন্ডাস্ট্রিয়াল পার্কের চেয়ারম্যান হারুন-অর-রশিদ, রহমত গ্রুপের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আলী সরকার, এনএফকে টেক্সটাইলস লিমিটেডের চেয়ারম্যান আবদুল মান্নান, পার্ল প্রিনস বিডি লিমিটেডের চেয়ারম্যান তসলিম আক্তার।
মারা যাওয়া ব্যবসায়ীদের মধ্যে আরও আছেন আলী যাকের। অভিনেতা, মুক্তিযোদ্ধার পাশাপাশি তিনি ছিলেন একজন সফল ব্যবসায়ী। দেশের বৃহৎ বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিক থ্রিসিক্সটি’র কর্ণধার ছিলেন তিনি। গত ২৩ নভেম্বর তার করোনা পজিটিভ আসে এবং ২৭ নভেম্বর মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নিলুফার মঞ্জুর ২৬ মে মারা যান। নিলুফার মঞ্জুর দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও এপেক্স ফুটওয়্যার লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহীর স্ত্রী।
গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। সেখানে প্রথম কোনো রোগীর মৃত্যু হয় চলতি বছরের ৯ জানুয়ারি। তবে তার ঘোষণা আসে ১১ জানুয়ারি। ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে বিভিন্ন দেশে তা ছড়িয়ে পড়ে। ভাইরাসের প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে চলতি বছরের ৩০ জানুয়ারি বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গত ২ ফেব্রুয়ারি চীনের বাইরে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয় ফিলিপাইনে।
বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। তাদের সর্বশেষ তথ্য অনুযায়ী (৩০ ডিসেম্বর) দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ১২ হাজার ৪৯৬ জন। মোট মৃতের সংখ্যা সাত হাজার ৫৩১ জন। করোনাকে হার মানিয়ে সুস্থ হয়েছেন চার লাখ ৫৬ হাজার ৭০ জন।
এসআই/এমএইচএস/এমএআর