খাঁচায় বন্দি জীবন। তাই অস্বস্তি ও স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়েছে জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার / ঢাকা পোস্ট

প্রতিটি প্রাণীই তার নিজস্ব পরিবেশে অবাধ বিচরণ করতে স্বাচ্ছন্দ্যবোধ করে। এর ব্যত্যয় হলেই শুরু হয় 'অস্বস্তি'। এটি মানুষ থেকে শুরু করে সব প্রাণীর ক্ষেত্রেই ঘটে। মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানার প্রাণীদের ক্ষেত্রেও এমনটি ঘটছে।

খাদ্য ও চিকিৎসা থেকে শুরু করে যাবতীয় ব্যবস্থার আয়োজন আছে চিড়িয়াখানা কর্তৃপক্ষের, শুধু পরিবেশটা প্রাণীদের অনুকূলে নেই। ফলে নানা ধরনের শারীরিক জটিলতা থেকে শুরু করে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে খাঁচায় থাকা বন্যপ্রাণীগুলো। যা বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায় নেই।

বন্যপ্রাণীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর মতে, বনের পশুরা থাকবে উন্মুক্ত পরিবেশে। খাঁচায় বন্দি থাকলে স্বাস্থ্যঝুঁকি তো থাকবেই, এটাই স্বাভাবিক। বনের জীবন আর খাঁচার জীবন এক নয়। খাঁচায় একটি প্রাণী বেশিদিন বাঁচে না, বনে তারা দীর্ঘ আয়ু লাভ করে। আমাদের দেশের চিড়িয়াখানার প্রাণীরা সবসময় মেন্টাল স্ট্রেসে (মানসিক চাপে) থাকে। কারণ, একে তো খাঁচায় বন্দি, অন্যদিকে চারিদিকে এত শব্দ আর মানুষ; যা তারা নিতে পারে না। বন্দি প্রাণীদের জন্য নীরব ও বিস্তর জায়গা প্রয়োজন। তাদের জন্য সুন্দর ও মনোরম পরিবেশের ব্যবস্থা রাখতে হবে। এর মাধ্যমে তাদের স্ট্রেস অনেকটা কমানো সম্ভব।

বন-জঙ্গল না হলেও কিছুটা উন্মুক্ত পরিবেশে থাকাতেই সুস্বাস্থ্য ও ফুরফুরে মেজাজে আছে এই বাঘটি। সংশ্লিষ্টরা বলছেন, খাঁচায় বন্দি জীবন নয়, তাদের জন্য উন্মুক্ত পরিবেশ প্রয়োজন / ঢাকা পোস্ট 

এ বিষয়ে চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, এই মুহূর্তে প্রাণীদের সুন্দর পরিবেশ দেওয়ার সুযোগ নেই।

নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় চিড়িয়াখানার এক কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, চিড়িয়াখানার প্রাণীরা খাঁচায় থাকবে, এটাই নিয়ম। তাদের মধ্যে কেউ খাঁচায় অভ্যস্ত, কেউ অভ্যস্ত নয়। যে প্রাণীর জন্ম খাঁচায়, সে হয়তো অভ্যস্ত। কিন্তু যাদের বন থেকে আনা হয়েছে, তারা তো ডিস্টার্ব ফিল (বিরক্ত অনুভব) করবেই।

‘আবার যাদের বয়স হয়েছে তারা তো অসুস্থ বোধ করবে। ধরুন, বনে একটা সিংহের বাঁচার কথা ১৬ বছর, সেখানে খাঁচার মধ্যে তার ১৭/১৮ বছর পার হয়েছে। সে কি ভালো থাকবে? অবশ্যই সে খাবার-দাবার কমিয়ে দেবে, চুপচাপ থাকবে।’

আয়ুষ্কাল শেষ হওয়া তিন ফুট উচ্চতার পুরুষ গাধাটির অবস্থা খুবই করুণ। পেটে ও পিঠে একাধিক ঘা, সেখানে বাসা বেঁধেছে মাছি আর পোকা / ঢাকা পোস্ট

তিনি আরও বলেন, চিড়িয়াখানার প্রাণীদের সুস্বাস্থ্য নির্ভর করে সম্পূর্ণ পরিবেশের ওপর। আমাদের যে মটগুলো আছে সেখানে বাঘ-সিংহের স্বাস্থ্য দেখেন। অত্যন্ত সুস্বাস্থ্যের অধিকারী। আর খাঁচার প্রাণীগুলোর স্বাস্থ্য দেখেন। মটে প্রাণীগুলো উন্মুক্ত পরিবেশে চলাফেরা করতে পারে। গাছে উঠতে পারে, দৌড়াতে পারে। এজন্য ওদের স্বাস্থ্য ভালো। কিন্তু খাঁচাগুলো ইট, বালি আর সিমেন্টের তৈরি। সেখানে তো মটের মতো উন্মুক্ত পরিবেশ নেই। তাই প্রাণীদের স্বাস্থ্যও ভালো নেই।

খাদ্য ও চিকিৎসা থেকে শুরু করে যাবতীয় ব্যবস্থার আয়োজন আছে চিড়িয়াখানা কর্তৃপক্ষের, শুধু পরিবেশটা প্রাণীদের অনুকূলে নেই। ফলে নানা ধরনের শারীরিক জটিলতা থেকে শুরু করে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে খাঁচায় থাকা বন্যপ্রাণীগুলো। যা বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায় নেই

সম্প্রতি চিড়িয়াখানায় গিয়ে খাঁচায় বন্দি প্রাণীদের দুর্বিষহ যন্ত্রণার চিত্র প্রত্যক্ষ করেছেন এ প্রতিবেদক। দেখা গেছে অনেক প্রাণীকে নির্ধারিত আয়ুষ্কাল পার হওয়ার পরও খাঁচায় রাখা হয়েছে। এতে সেসব প্রাণী অসুস্থ হয়ে পড়ছে এবং দেখতে জীর্ণ-শীর্ণ হয়ে যাচ্ছে। কিছু প্রাণী কেবল মৃত্যুর প্রহর গুনছে। দর্শনার্থীদের ডাকে তারা তেমন একটা সাড়া দেয় না, শুধু ফ্যালফ্যাল চোখে তাকিয়ে থাকে।

অতিরিক্ত আড়াই বছর খাঁচায় থেকে বিরক্ত ভারতীয় সিংহী কান্তা। দর্শনার্থীদের ডাকে তেমন সাড়া দেয় না, শুধু ফ্যালফ্যাল চোখে তাকিয়ে থাকে / ঢাকা পোস্ট

মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় বর্তমানে ১৩৮ প্রজাতির প্রায় দুই হাজার ৭৯২টি প্রাণী আছে। এর মধ্যে আছে আটটি প্রাপ্তবয়স্ক বাঘ ও দুটি বাঘের বাচ্চা। সিংহ আছে তিনটি। প্রতিদিন সকালে এসব প্রাণীকে আট থেকে নয় কেজি গরুর তাজা মাংস খেতে দেওয়া হয়। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী প্রতিটি প্রাণীকে খাবার সরবরাহ করে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তারপরও শুধুমাত্র পরিবেশ ও পরিস্থিতির কারণে স্বাস্থ্যঝুঁকির মধ্যে দিন পার করছে চিড়িয়াখানার প্রাণীগুলো।

প্রাণীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন পিপল ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ারের (প ফাউন্ডেশন) প্রতিষ্ঠাতা রাকিবুল হক ঢাকা পোস্টকে বলেন, ‘আমি যতটুকু জানি, আমাদের মতো দেশগুলোতে এক চিড়িয়াখানা থেকে আরেক চিড়িয়াখানায় প্রাণীগুলো স্থানান্তর করা হয়। প্রাণীগুলোর জন্ম খাঁচাতে, লালন-পালনও হয় খাঁচাতে। বাস্তবতা হলো, আমাদের চিড়িয়াখানাগুলোতে প্রাণীদের জন্য পর্যাপ্ত জায়গা রাখা হয় না। ফলে প্রাণীগুলো মেন্টালি স্ট্রেসে থাকে।’

বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় বর্তমানে ১৩৮ প্রজাতির প্রায় দুই হাজার ৭৯২টি প্রাণী আছে / ঢাকা পোস্ট

‘আপনি জানেন, সুন্দরবনে একটি বাঘকে দেখতে কতটা কাঠ-খড় পোড়াতে হয়। অন্যদিকে, চিড়িয়াখানায় সেই বাঘকে আপনি পাচ্ছেন খাঁচার মধ্যে, অনেক মানুষের মধ্যে। শুধু বাঘ নয়, সব প্রাণীর ক্ষেত্রেই একই অবস্থা। খাঁচায় থাকলে প্রাণীদের ইমিউনিটি (রোগ প্রতিরোধ ক্ষমতা) এমনিতেই কমবে। এছাড়া চিড়িয়াখানা কর্তৃপক্ষ যে খাবার দেয় সেটি তার (বাঘ) শিকার করা খাবার নয়, প্রসেসড খাবার। প্রাণীদের ক্ষেত্রে খাবারের টেম্পারেচার অনেক গুরুত্বপূর্ণ বিষয়। একটি প্রাণী যখন আরেকটি প্রাণীকে শিকার করে, তখন যে টেম্পারেচার পায় প্রসেস করা খাবারে সেটা থাকে না।'

‘আপনি দেখবেন, বাঘের খাঁচায় যে খাবার দেওয়া হয় সে খাবার নিয়ে বাঘ ছোটাছুটি করে। অনেকে মনে করেন বাঘটি হয়তো খেলছে। আসলে সে খেলছে না, সে মেন্টাল স্ট্রেসের মধ্যে আছে। আমি স্বীকার করি, প্রাণীদের চিড়িয়াখানায় রাখা যেতে পারে, তবে তাদের যদি আলাদা আলাদা করে বড় কোনো স্পেসে রাখা যায় তাহলে তাদের কল্যাণ নিশ্চিত হবে এবং স্বাস্থ্যগতভাবে তারা ভালো থাকবে।’

মেন্টাল স্ট্রেস থেকে প্রাণীদের মুক্তি দিতে তাদের জন্য উন্মুক্ত জায়গা প্রয়োজন— বলছেন সংশ্লিষ্টরা / ঢাকা পোস্ট

প্রাণীদের আরও সুন্দর পরিবেশ দেওয়ার সুযোগ আছে কি না— জানতে চাইলে জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ডা. মুজিবুর রহমান ঢাকা পোস্টকে বলেন, ‘এই মুহূর্তে ভালো পরিবেশ দেওয়ার সুযোগ নেই। তবে, আমাদের মাস্টার প্ল্যান প্রণয়নের কাজ চলছে। এটি শেষ হলে সরকারের কাছে তা সাবমিট করব। তখন ওই মাস্টার প্ল্যান অনুযায়ী আমাদের প্রাণীগুলোর প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করা যাবে। অর্থাৎ মাস্টার প্ল্যান বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।’

এটি বাস্তবায়নে কত সময় লাগবে— এ প্রশ্নের জবাবে তিনি বলেন, খুব দ্রুতই মাস্টার প্ল্যানের ফাইনাল কপি আমরা পেয়ে যাব। সেটি পেলে আমরা তা কেবিনেটে (মন্ত্রিসভা) সাবমিট করব। কেবিনেট পাস করলে আমরা বাস্তবায়নে যাব। এই প্রক্রিয়ায় কত সময় লাগবে তা এখন বলা যাচ্ছে না।’

এমএইচএন/এমএআর/