জ্যাক স্নাইডার পরিচালিত ‘আর্মি অব দ্য ডেড’ গত ২১ মে ৬০০ হলসহ নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। হলিউডের এই সিনেমা মুক্তির মাত্র কয়েক সপ্তাহের মধ্যে অনলাইনে রেকর্ড ভেঙেছে। নেটফ্লিক্সে সবচেয়ে বেশি দেখা ১০ সিনেমার স্থান নিয়েছে এটি। 

‘আর্মি অব দ্য ডেড’-এর ভিউ বেড়েই চলছে। এতে অভিনয় করেছেন ডেভ বাতিস্তা, এলা পারনেল, আনা দে লা রাগেরা, হুমা কুরেশি, থিও রোসি, হিরোউকি সানোকাসহ অনেকে। সিনেমার কাহিনি যুক্তরাষ্ট্রের লাসভেগাসকে কেন্দ্র করে। সেখানে ক্যাসিনো লুটকে কেন্দ্র করেই পুরো গল্প তৈরি হয়েছে।

ডিজনি প্লাস, হুলু, এইচবিও ম্যাক্স, অ্যামাজনের মতো অনলাইন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে যেখানে দর্শক সংখ্যা কমছে, সেখানে নেটফ্লিক্সের দর্শকসংখ্যা ক্রমশ বাড়ছে। ফলে সিনেমাটি অনলাইনে নিত্যনতুন রেকর্ড সৃষ্টি করছে। 

‘আর্মি অব দ্য ডেড’-এর দৃশ্য

গত মাসেই ‘আর্মি অব দ্য ডেড’ নেটফ্লিক্সে শীর্ষে চলে আসে। এছাড়াও স্পেনেও সিনেমাটি ব্যাপক বাজিমাত করেছে। এটি মুক্তির পরিচালক জ্যাক স্নাইডার থিয়েটারে এক প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়েছেন। সেটি যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়ার টেলিভিশনে সম্প্রচার করা হয়। 

নেটফ্লিক্স জানায়, এখন পর্যন্ত সর্বোচ্চ ভিউ পেয়েছে ‘এক্সট্রাকশন’। যেটি ছিল ৯ কোটি ৯০ লাখ। ‘আর্মি অব দ্য ডেড’ অল্প সময়ে সবচেয়ে বেশি দেখা সিনেমার তালিকায় এসেছে। এখন কেবল দেখার পালা, এটি ‘এক্সট্রাশন’-এর ভিউ ছাড়াতে পারে কি না। 

এইচএকে/এমআরএম