নতুন বছরে হলিউডের যে পাঁচ সিনেমার অপেক্ষায় দর্শক
শুরু হল বছর ২০২৫। আর নতুন বছর এলেই দর্শকের আগ্রহ চরমে থাকে নতুন কোনো সিনেমা কিংবা ওয়েব সিরিজ নিয়ে। এ বছরও ব্যতিক্রম নয়। ২০২৫ জুড়ে থাকছে বহুল প্রত্যাশিত কিছু সিনেমা। সেক্ষেত্রে হলিউড ইন্ডাস্ট্রিজ বিশ্বের দর্শকদের জন্য রেখেছে বরাবরের মতোই চমক।
যদিও গেল বছরে তেমন সাফল্য ছিল না হলিউড মহলে; বক্স অফিস জমানোর মতো তেমন কোনো ছবির দেখাও মেলেনি। যদিও অ্যানিমেটেড ফিল্মগুলো তুলনামূলক ব্যবসাসফল হয়েছিল গেল বছরে।
বিজ্ঞাপন
এবার ২৪ এর ব্যর্থতা কাটিয়ে নতুন বছরে বক্স অফিস কাঁপানোর প্রস্তুতি নিচ্ছে হলিউড। ২০২৫ সালে আরও বড় বাজেট, রোমাঞ্চকর কাহিনি এবং দৃষ্টিনন্দন ভিজ্যুয়ালে নিয়ে আসছে বেশ কিছু ছবি। নতুন উদ্যমে হলিউড যেমন দর্শকদের মন জয় করার উদ্দেশ্যে মাঠে নেমেছে, তেমনই আগ্রহ বাড়ছে দর্শকমহলেও। সে ছবিগুলো সম্পর্কে কিছুটা জেনে নেওয়া যাক।
ডেথ অব এ ইউনিকর্ন
রাইলি এবং এলিয়ট নামে এক বাবা-মেয়ের জুটি চলার পথে তাদের গাড়ি দিয়ে একটি ইউনিকর্নকে আঘাত করে। পরে তারা সেই ইউনিকর্নকে একটি বন্যপ্রাণী পুনরুদ্ধার কেন্দ্রে নিয়ে আসে। এরপর ভয়ংকর ভাবে এগোতে থাকে সিনেমার কাহিনি। ডেথ অব এ ইউনিকর্ন এর পরিচালনায় রয়েছেন অ্যালেক্স শার্ফম্যান। এই চলচ্চিত্রে অভিনয় করেছেন জেনা ওর্তেগা, টে লিওনি ও উইল পোল্টারসহ আরও অনেকে।
আরও পড়ুন
টোয়েন্টি এইট ইয়ার্স লেটার
যারা হরর এবং থ্রিলার ধাঁচের সিনেমা পছন্দ করেন, তাদের জন্যই এই সিনেমা। মারণঘাতি রোগ 'রেগ ভাইরাস' থেকে বেঁচে যাওয়া একদল জীবিত মানুষ একটি ছোট দ্বীপে বসবাস শুরু করে। এরপর তাদের দলের একজন দ্বীপ ছেড়ে মূল ভূখণ্ডে মিশনে যায়, তখন সে আবিষ্কার করে গোপনীয়তা, বিস্ময় এবং ভয়াবহতা। যা সংক্রমিতদের সঙ্গে অন্যান্য বেঁচে থাকা মানুষদেরও পরিবর্তন করে। এভাবেই এগিয়ে যায় সিনেমাটির কাহিনি। ড্যানি বয়েলের পরিচালনায় এই সিনেমায় অভিনয় করেছেন অ্যারন টেলর-জনসন, জোডি কোমার ও সিলিয়ান মারফিসহ আরও অনেকে। ছবিটি মুক্তি পাবে ২০২৫ সালের ২০ জুন।
দ্য ইলেকট্রিক স্টেট
অ্যান্থনি রুশো ও জো রুশোর পরিচালনায় এই সিনেমায় এক অনাথ কিশোরী তার ছোট ভাইয়ের সন্ধানে একটি মিষ্টি, কিন্তু রহস্যময় রোবট এবং একটি উদ্ভট ড্রিফটার নিয়ে আমেরিকার পশ্চিমে পাড়ি দেয়; আর এভাবেই এগোতে থাকে সিনেমাটির কাহিনি। এতে অভিনয় করেছেন ক্রিস প্র্যাট, মিলি ববি ব্রাউন, উডি হ্যারেলসনসহ আরও অনেকে। সিনেমাটি মুক্তি পাবে ২০২৫ সালের ১৪ মার্চ।
কারাতে কিড : লিজেন্ড
কুং ফু প্রেমী লি ফং তার বেইজিং শহরের বাড়ি থেকে বিতাড়িত হয়ে নিউ ইয়র্ক সিটিতে চলে আসে। এরপর সেখানে লির কোনো বন্ধুর জরুরি সাহায্য দরকার হলে সে কারাতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এটা নজরে আসে কারাতে মাস্টার ডেনিয়েলের। এরপর তিনি তার সঙ্গে দেখা করেন এবং তাকে প্রশিক্ষণ দেওয়ার জন্য তিনি আরও একজন কারাতে মাস্টার মি. হ্যানকে নিয়োগ দেন। এরপর দুই শিক্ষককে একসঙ্গে লি ফংকে কারাতে শিক্ষা দিতে দেখা যায়। সিনেমাটিতে অভিনয় করেছেন জ্যাকি চ্যান, রাল্ফ ম্যাকিও, বেন ওয়াংসহ আরও অনেকে। এটি মুক্তি পাবে ২০২৫ সালের ৩০ মে।
সুপারম্যান
হলিউডের অন্যতম জনপ্রিয় সিনেমা ফ্রাঞ্চাইজি সুপারম্যান। যার দর্শক দুনিয়াজুড়ে। এখন পর্যন্ত এই সিরিজের ছয়টি সিনেমা মুক্তি পেয়েছে, এবার আসছে আরও একটি সিক্যুয়েল। নাম ‘সুপারম্যান’। জেমস গানের পরিচালনায় ২০২৫ সালের জুলাই মাসে মুক্তি পেতে চলেছে বহুল প্রতীক্ষিত এই সিনেমা। তবে এ সিনেমায় প্রথমবারের মতো অভিনয় করতে চলেছেন ডেভিড করেনসওয়েট। এরই মধ্যে এর ট্রেলার ওয়ার্নার ব্রস পিকচার্সের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে।
ট্রেলারটি প্রকাশের পর ‘সুপারম্যান’ ভক্তদের মাঝে ব্যাপক উত্তেজনা দেখা যায়। এই সিনেমায় নতুন লুইস লেন হিসেবে র্যাচেল ব্রসনাহান এবং খলনায়ক লেক্স লুথার চরিত্রে ব্রিটিশ অভিনেতা নিকোলাস হল্ট কাজ করেছেন।
ডিএ