ব্রাজিলিয়ান গায়ক আয়রেস সাসাকি স্যালিনোপোলিসের একটি হোটেলে লাইভ পারফরম্যান্সের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এই দুর্ঘটনায় গাফিলতির অভিযোগ উঠছে আয়োজকদের বিরুদ্ধে। তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে এর পিছনে ষড়যন্ত্র আছে কি না। 

স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, গান গাইতে গাইতে একটি জলে ভেজা টেবিল ফ্যান স্পর্শ করেছিলেন আয়রেস। এরপর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। প্রশ্ন উঠছে, বৈদ্যুতিক ফ্যানটি কেন ভোজা ছিল? এর পিছন ষড়যন্ত্র নেই তো?

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা এক বিবৃতিতে বলা হয়, ‘সোলার হোটেল নিশ্চিত করেছে যে তারা সাসাকির মৃত্যুর বিষয়ে পুলিশ তদন্তে সহযোগিতা করছে। কতৃপক্ষ এই কঠিন সময়ে আয়রেস সাসাকির পরিবারকে সমবেদনা জানিয়েছেন।’

ইনস্টাগ্রাম স্টোরিতে সাসাকির স্ত্রী মারিয়ানা একটি বার্তা শেয়ার করে লিখেছেন, ‘ এ কঠিন সময়ে যারা আমাকে সান্ত্বনা জানিয়েছেন তাদেরকে ধন্যবাদ। তদন্ত শেষে সাসাকির মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানাতে পারবো।’

সাসাকির পরিবারের তরফ থেকে বলা হয়েছে যে, ‘সবকিছু কিভাবে ঘটেছে তা বোঝার জন্য আমরা এই মুহূর্তে তার সাথে থাকা লোকেদের সঙ্গে যোগাযোগ করছি। আমরা একটি বিবৃতিতে সমস্ত তথ্য সংগ্রহ করে পত্রিকায় প্রকাশ করব।’

এমআইকে/