‘মোদি’ সিনেমা পরিচালনার দায়িত্বে জনি ডেপ!
‘মোদি’ সিনেমার পরিচালক হচ্ছেন হলিউডের জনপ্রিয় তারকা জনি ডেপ। তবে এ ‘মোদি’ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নন। ইতালির শিল্পী আমেদিও মোদি গিলানি। তারই আত্মজীবনীমূলক সিনেমার নাম ঠিক হয়েছে ‘মোদি’। যা পরিচালনা করবেন এ অভিনেতা ও পরিচালক।
জানা গেছে, ‘মোদি গিলানি’ নামে এক নাটকের অবলম্বনেই তৈরি হবে এ সিনেমাটি। যার মাধ্যমে প্রায় ২৫ বছর পর পরিচালকের আসনে বসছেন জনি ডেপ। ইতোমধ্যে এর কলাকুশলীদের নামও জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
সিনেমাতে কিংবদন্তি অভিনেতা আল পাচিনো থাকবেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। মোদির চরিত্রে অভিনয় করবেন ইতালিয়ান অভিনেতা রিকার্দো স্ক্যামারসিয়ো। ‘জন উইক : চ্যাপ্টার ২’, ‘দ্য বেস্ট অব ইয়ুথ’, ‘লোরো’ সিনেমাতে অভিনয়ের জন্য সারা দুনিয়ার চলচ্চিত্রপ্রেমীরা মনে রেখেছে রিকার্দোকে।
সিনেমাটি পরিচালনার পাশাপাশি সহ-প্রযোজনাও করছেন ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ খ্যাত অভিনেতা জনি ডেপ। যা আগামী কয়েক মাসের মধ্যেই বুদাপেস্টে শুরু হবে শুটিং। ১৯৯৭ সালে তার শেষ পরিচালিত সিনেমা ছিল ‘দ্য ব্রেভ’।
উল্লেখ্য, ২০২২ সালে প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে মানহানির মামলা জেতেন জনি। এবার নতুন করে কাজে মন দিতে চান হলিউডের জনপ্রিয় এ তারকা।
এফকে