১৬ সেকেন্ডের দৃশ্যের জন্য ছেলেকে হারান অভিনেত্রী!
তিন দশক আগের সেই সিনেমা। সেখানে ১৬ সেকেন্ডের একটি দৃশ্যে অভিনয়ের জন্য ছেলেকে নিজের কাছে রাখার অধিকার হারান হলিউড অভিনেত্রী শ্যারন স্টোন। সম্প্রতি এক পডকাস্টে বিষয়টি নিয়ে মুখ খোলেন তিনি। স্বীকার করলেন, এর জন্য দায়ী ‘বেসিক ইনস্টিঙ্কট’ ছবিতে তার অভিনীত ক্যাথরিন ট্রামেল চরিত্রটি।
দৃশ্যটিতে দেখা গিয়েছিল, পুলিশি জেরার সময় পায়ের ভাঁজ খুলে অন্য ভাবে বসছেন ক্যাথরিন ট্রামেল। তাতেই প্রকাশ্যে আসে তার নিম্নাঙ্গ। যে দৃশ্যটি বর্তমান সময়ের দর্শকের কাছেও চমক। কালজয়ী ছবিটি পরিচালনা করেছেন আমেরিকান নির্মাতা পল ভারহোভেন। এমন দৃশ্যে অভিনয় করে বাহবা পেলেও বেশ ভোগান্তি পোহাতে হয়েছে তার ব্যক্তিজীবনে।
বিজ্ঞাপন
শ্যারন বলেন, “আমি আমার সন্তানের ভরণপোষণের অধিকার হারিয়েছিলাম। বিচারক আমার সন্তানকে জিজ্ঞাসা করেছিলেন, ‘তুমি কি জানো, তোমার মা সেক্স মুভিতে কাজ করে?’এমন খারাপভাবে বলা হয়েছিল যে, বিচারব্যবস্থার প্রতি ঘৃণা জন্মেছিল। আমি কী ধরনের অভিভাবক, তা নির্ধারণ করার চেষ্টা চলেছে সিনেমার চরিত্র দিয়ে!”
তার কথায়, ‘এখন নিয়মিত পোশাকহীন দৃশ্যের শুটিং হয়। টেলিভিশনে এ ধরনের বড় বড় দৃশ্য থাকে। আপনারা মেরেকেটে ১৬ সেকেন্ডের জন্য আমার নগ্নতা দেখেছেন। যে কারণে আমি আমার সন্তানকে হারিয়েছি। উদ্বেগ, মানসিক যন্ত্রণা সামাল দিতে না পেরে শেষে চিকিৎসার দ্বারস্থ হয়েছি। এই আমার পরিণতি।’
শুধু তাই নয়, ‘বেসিক ইনস্টিঙ্কট’-এর মতো ছবিতে কাজ করেছেন বলে তাকে পুরুষ সহকর্মীদের কাছ থেকে অবজ্ঞা সইতে হয়েছে বলেও জানান। তিনি বলেন, ‘গোল্ডেন গ্লোব পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলাম ওই চরিত্রটিতে অভিনয় করে। যখন আমার নাম ডাকা হলো, অনেকে হাসাহাসি করছিলেন। আমি অপমানিত হয়েছিলাম। চরিত্রটিতে অভিনয় করা কত শক্ত কাজ ছিল, সে ব্যাপারে কারো ধারণা আছে?’
শ্যারন তার স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন করেন ২০০৩ সালে। তিনি চেয়েছিলেন সন্তানের পূর্ণ অধিকার। সেই অধিকার তিনি পাননি, পেয়েছিলেন শুধু সন্তানের সঙ্গে দেখা করবার অধিকার। অভিনেত্রী জানান, পরের বছর তাকে হাসপাতালে ভর্তি হতে হয় হৃদযন্ত্রের সমস্যা নিয়ে। বিচারকের কথাগুলো ভীষণ আঘাত করেছিল তাকে। তার কথায়, ‘আমি আদালতে মানসিকভাবে নিগৃহীত হয়েছিলাম।’
২০০০ সালে শ্যারন ও তার প্রাক্তন স্বামী ফিল ব্রনস্টেইন দত্তক নেন ছেলে রোয়ানকে। ২০০৪ সালে সন্তানকে কাছে রাখার অধিকার হারান অভিনেত্রী। শ্যারনের দাবি, ১৯৯২ সালে ইরোটিক থ্রিলার ছবিতে কাজ করার ফল সেটি। সন্তানকে কাছে পাওয়ার অধিকার থেকে তাকে বঞ্চিত করার ক্ষেত্রে অস্ত্র হয়ে দাঁড়িয়েছিল অভিনয়। বর্তমানে তার সেই ছেলের বয়স ২২ বছর।
সূত্র : ফক্স নিউজ