‘মায়ের ছেলে মায়ের মতোই’
অবশেষে ছেলের ছবি প্রকাশ্যে আনলেন রিহানা। টিকটকে পোস্ট করলেন ছেলের একটি ভিডিও। সেই ভিডিওতে শিশুটিকে হাসতে এবং মিষ্টি মিষ্টি এক্সপ্রেশন দিতে দেখা গিয়েছে। গত মে মাসের ১৩ তারিখে লস অ্যাঞ্জেলেসে রিহানা এবং তার প্রেমিক অ্যাস্যাপ রকির সন্তান জন্ম নেয়।
এক টুইটার ব্যবহারকারী রিহানার এই পোস্ট করা ভিডিওটি টুইটারে শেয়ার করেন। তিনি লেখেন, ‘রিহানার বাচ্চাটি কী মিষ্টি।’ ভিডিওতে শিশুটিকে একটি কালো রঙের ফুল স্লিভ টিশার্ট পরে থাকতে দেখা যায়। সে তার মাকে দেখে হাসছিল। নেপথ্যে রিহানার কণ্ঠস্বর শোনা যায়। তিনি তার ছেলেকে বলেন, ‘তুমি মায়ের ফোনটা নিতে চাও?’ এরপর শিশুটিকে বারবার তার মায়ের ফোন ধরার চেষ্টা করতে দেখা যায়।
বিজ্ঞাপন
এক ব্যক্তি এই ভিডিওতে কমেন্ট করেন, তিনি লেখেন, ‘শিশুটি কী মিষ্টি।’ আরেক টুইটার ব্যবহারকারী কমেন্ট করে জানান, শিশুটিকে একদমই রিহানার মতো দেখতে। সত্যি তাই! রিহানার একটি মজার এক্সপ্রেশন দেওয়া ছবির মতোই শিশুটিকে এদিন ভিডিওতে এক্সপ্রেশন দিতে দেখা যায়। সেটা দেখে সকলেই ভারি মজা পেয়েছেন।
প্রসঙ্গত, ২০২০ সাল থেকে রিহানা এবং রকি প্রেমের সম্পর্কে রয়েছেন। ২০২১ সালের নভেম্বরে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন তারা।
কেএইচটি