৯৪তম একাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মঞ্চে ঘটেছে অঘটন। সোমবার (২৮ মার্চ) বাংলাদেশ সময় ভোর ৬টায় হলিউডের ডলবি থিয়েটারে চলছিল অ্যাওয়ার্ড প্রদান। অনুষ্ঠানের সঞ্চালক কমেডিয়ান ক্রিস রক অভিনেতা উইল স্মিথের স্ত্রীকে নিয়ে রসিকতা করেন। যার জেরে মঞ্চে উঠে হঠাৎ ক্রিস রকের গালে চড় মেরে বসেন স্মিথ। এ আচারণের জন্য এবার ক্রিস রক এবং অস্কার কর্তৃপক্ষের কাছে ক্ষমা চাইলেন অস্কার জয়ী অভিনেতা।

ইনস্টাগ্রামে স্মিথ লিখেছেন, ‘আমি প্রকাশ্যে আপনার কাছে ক্ষমা চাইছি ক্রিস। আমি সীমা অতিক্রম করে গিয়েছিলাম এবং আমি ভুল করেছি। আমার কর্মকাণ্ডের জন্য আমি লজ্জিত। আমি যে ধরনের মানুষ হতে চাই এটা তার পরিচয় নয়৷’

স্মিথ আরও লিখেছেন, ‘তার সব ধরনের সহিংসতা ক্ষতিকর এবং ধ্বংসাত্মক। গত রাতের একাডেমি অ্যাওয়ার্ডে আমার আচরণ অগ্রহণযোগ্য এবং অমার্জনীয় ছিল। কৌতুক করা আমার পেশার অংশ, কিন্তু জাডার শারীরিক অবস্থা সম্পর্কে মজা করা আমার পক্ষে সহ্য কঠিন ছিল এবং আমি আবেগপ্রবণ হয়ে প্রতিক্রিয়া জানিয়েছিলাম।’

সোমবার পোস্ট করা প্রতিক্রিয়ায় তিনি আরও লিখেছেন, ‘একাডেমি, অনুষ্ঠানের প্রযোজক, সব অংশগ্রহণকারী এবং বিশ্বজুড়ে যারা দেখছেন তাদের কাছে ক্ষমা চাইছি। আমি উইলিয়ামস পরিবার এবং আমার কিং রিচার্ড পরিবারের কাছে ক্ষমা চাইছি। আমি গভীরভাবে অনুশোচনা বোধ করছি আমার আচরণের জন্য, যা আমাদের সবার জন্য অলোকজ্জ্বল যাত্রায় দাগ ফেলেছে।’

তিনি পোস্টটি শেষ করেছেন ‘আমি কাজের মধ্যে আছি’ লিখে।

এসএসএইচ