বিনোদন দুনিয়ার নতুন মাধ্যম ওয়েব সিরিজ। সাধারণত যেসব গল্পের ব্যপ্তি বড়, দুই ঘণ্টার সিনেমায় বন্দী করা কঠিন, সেগুলোকে পর্ব আকারে ওয়েব সিরিজ হিসেবে বানানো হয়। বিশ্বের বিভিন্ন দেশেই এখন এই মাধ্যমটি জনপ্রিয়তা পেয়েছে।

বাংলাদেশে ওয়েব সিরিজের প্রচলন শুরু হলেও এখনো যুতসই উপস্থাপন দেখা যায়নি। ওয়েব সিরিজ নামে যেসব কনটেন্ট মুক্তি পাচ্ছে, তার মধ্যে হাতে গোনা দু’চারটি ছাড়া সিংহভাগই মানহীন কিংবা নাটকেরই আরেক রূপ। এই তালিকায় নতুন সংযোজন ‘মাফিয়া’।

২০২০ সালের আগস্টে নির্মাতা শাহীন সুমন ঘোষণা দেন, তিনি একটি ওয়েব সিরিজ বানাতে যাচ্ছেন। যেটার নাম ‘মাফিয়া’। শাপলা মিডিয়ার প্রযোজনায় এটি নির্মিত হবে শতাধিক পর্বে। এটিকে দেশের সবচেয়ে দীর্ঘ ওয়েব সিরিজ বলেও তখন দাবি করা হয়। এরপর লম্বা সময় নিয়ে থেমে থেমে হয়েছে এর শুটিং। শেষ হওয়ার পর গত বছরের ২৩ ডিসেম্বর সিরিজটির ট্রেলার প্রকাশ করা হয়। সেই ট্রেলার দেখে অবশ্য দর্শকরা বাহবার বদলে তিরস্কারই দিয়েছে বেশি। আধুনিক এই সময়ে এসেও এমন মানহীন চিত্রায়ন আর মেকি নির্মাণ হাসির খোরাক জুগিয়েছে সবার মনে।

গত বছরের ২৮ ডিসেম্বর শাপলা মিডিয়া ঘোষণা দেয়, ১ জানুয়ারি সিনেবাজ অ্যাপে মুক্তি পাবে সিরিজটির প্রথম সিজন। এর তিনদিন পর ফের ঘোষণা আসে, ফেব্রুয়ারির ৩ তারিখ একই অ্যাপে মুক্তি পাবে সিরিজটি। সেটাও বাস্তবায়ন হয়নি।

অবশেষে ৯ ফেব্রুয়ারি শাপলা মিডিয়া জানায়, ১৮ ফেব্রুয়ারি ‘মাফিয়া ১’ সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে! এমন ঘোষণায় অবাক না হয়ে উপায় নেই! শতাধিক পর্বের ওয়েব সিরিজ কখন সিনেমা হয়ে গেল? আবার প্রেক্ষাগৃহে মুক্তি!

ঘোষণাতেই যেন শাপলা মিডিয়ার সমস্ত কার্যকলাপের ইতি। ওয়েব সিরিজ থেকে সিনেমায় রূপান্তর হওয়া এই কনটেন্ট নিয়ে উল্লেখযোগ্য কোনো প্রচারণাই দেখা যায়নি। গতকাল বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) জানানো হয়, দেশের ২৪টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘মাফিয়া ১’।

এ বিষয়ে গণমাধ্যমকে নির্মাতা শাহীন সুমন জানান, মুক্তির বিষয়টি প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যাপার। তাই তিনি এ ব্যাপারে কিছু বলতে চান না।

প্রসঙ্গটি পরিষ্কার করতে শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানের সঙ্গে যোগাযোগ করে ঢাকা পোস্ট। চাঁদপুরে গ্রামের বাড়িতে আছেন দাবি করে তিনি বলেন, ‘এটা সেন্সর করিয়েছি, এরপর সিনেমা হলে রিলিজ দিয়েছি। আর আমি এখন গ্রামের বাড়িতে ব্যক্তিগত কাজে ব্যস্ত আছি। আপনি এ বিষয়ে আমাদের ম্যানেজারের সঙ্গে কথা বলুন।’

এরপর শাপলা মিডিয়ার কর্মকর্তা রেজাউল করিম বাদলের সঙ্গে যোগাযোগ করা হয়। তার কাছে জানতে চাওয়া হয়, ওয়েব সিরিজ হিসেবে নির্মিত হওয়ার পর সিনেমা হিসেবে কেন মুক্তি দেওয়া হলো? জবাবে তিনি ঢাকা পোস্টকে বলেন, ‘নির্মাণের পর মনে হয়েছে যে এটা অনেক ভালো একটা কাজ। সিনেমার মতো। তাই সিনেমা হলে মুক্তি দিয়েছি।’

কোনো প্রচার-প্রচারণা ছাড়াই ‘মাফিয়া ১’ মুক্তি দেয়ার বিষয়ে জানতে চাইলে বাদল বলেন, ‘আমরা তো প্রচারণা করেছি। হয়ত সেটা কম। শাপলা মিডিয়ার পেজ থেকে আমরা অনেক আগেই (৯ দিন আগে) রিলিজ ডেট ঘোষণা করেছি।’

শতাধিক পর্বের ওয়েব সিরিজ হিসেবে নির্মিত হলেও বর্তমানে ‘মাফিয়া’কে ৮টি পর্বে ভাগ করা হয়েছে। যেটার মধ্যে একটি পর্ব আজ মুক্তি পেয়েছে। শাপলা মিডিয়ার এই কর্মকর্তা জানান, যদি এই পর্ব থেকে আশানুরূপ সাড়া না আসে, তাহলে বাকি পর্বগুলো হয়ত ফের ওয়েব সিরিজ আকারে অ্যাপে মুক্তি পেতে পারে। তবে এ ব্যাপারে সিদ্ধান্ত আরও পরে নেওয়া হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, ‘মাফিয়া’ কনটেন্টে অভিনয় করেছেন জাহিদ হাসান, মিশা সওদাগর, আনিসুর রহমান মিলন, আঁচল আঁখি, ইমন, শিবা সানু, শ্যামল মওলা, রাশেদ মামুন অপু, শিউলি, জান্নাত আফরিন প্রমুখ।

কেআই