কাঞ্চন-নিপুণকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন শাকিব
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ের মূল দুটি চেয়ারে বসেছেন নতুন নির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক নিপুণ আক্তার।
রোববার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শপথ গ্রহণ করেন কাঞ্চন ও নিপুণ। প্রথমে ইলিয়াস কাঞ্চনকে শপথবাক্য পাঠ করান প্রাক্তন সভাপতি মিশা সওদাগর। এরপর অন্যান্য পদে বিজয়ীদের শপথ পাঠ করান সভাপতি কাঞ্চন।
বিজ্ঞাপন
শপথগ্রহণ অনুষ্ঠান শেষে সমিতির কার্যালয়ে কাঞ্চন-নিপুণকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন মিশা সওদাগর। এরপর তারা নির্ধারিত আসন গ্রহণ করেন এবং হাস্যোজ্বল মুখে ক্যামেরাবন্দি হন।
সেই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দুই তারকাকে অভিনন্দন আর শুভেচ্ছায় ভাসাতে থাকেন নেটিজেনরা। শিল্পী সমিতির অনেক তারকাও তাদের অভিনন্দন জানান। বাদ যাননি ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানও।
কাঞ্চন-নিপুণদের শুভেচ্ছা জানিয়ে শাকিব লেখেন, ‘অভিনন্দন, চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিতদের। আশা করি, নবনির্বাচিত সভাপতি - সাধারণ সম্পাদকসহ বাকি সবাই মিলে চলচ্চিত্র শিল্পী ও চলচ্চিত্র শিল্পের স্বার্থে সঠিকভাবে কাজ করবেন।’
উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন। এর প্রাথমিক ফলাফলে সভাপতি পদে জয়ী হন ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন জায়েদ খান। তবে পরবর্তীতে জায়েদ খানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠে। অভিযোগটি তোলেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নায়িকা নিপুণ।
এরই প্রেক্ষিতে শনিবার (৫ ফেব্রুয়ারি) নির্বাচনের আপিল বোর্ড জায়েদ খানের প্রার্থীতা বাতিল ঘোষণা করে। যার ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন নিপুণ। যদিও জায়েদ খান বলেছেন, তিনি এই সিদ্ধান্তের বিপরীতে আইনি ব্যবস্থা নেবেন।
আরআইজে