এফডিসির সামনে জনসমুদ্র!
কারওয়ান বাজার ও হাতিরঝিলের মাঝামাঝি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বা বিএফডিসির অবস্থান। এটাই দেশের সিনেমার মূল কেন্দ্র বা আঁতুড়ঘর। এই এফডিসিতে আজ অনুষ্ঠিত হচ্ছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন।
এ উপলক্ষে এফডিসিতে বসেছে তারকাদের মিলনমেলা। সকাল থেকেই তারকাদের আনাগোনায় মুখর হয়ে ওঠে এফডিসি। আনন্দ-উল্লাসের মাধ্যমে তারা ভোট দিচ্ছেন। এরপর অনভূতি প্রকাশ করছেন সংবাদমাধ্যমের কাছে।
বিজ্ঞাপন
এদিকে এফডিসির সামনে জড়ো হয়েছে হাজার হাজার মানুষ। হাতিরঝিলের মোড় থেকে এফডিসির পশ্চিম পাশের রেলগেট অব্দি মানুষের ভিড়। যেন জনতার সমুদ্র।
মূলত তারকাদের দেখার জন্যই সাধারণ মানুষ ভিড় জমিয়েছেন এফডিসির সামনে। সারা বছরে এমন আয়োজন দু’একটার বেশি থাকে না। তাই একসঙ্গে এত তারকার আগমনও ঘটে না এফডিসিতে। আজ সেই সুযোগটা তাই সিনেমাপ্রেমী ভক্তরা হাতছাড়া করতে চাইছেন না।
কেবল রাস্তায় নয়, এফডিসি সংলগ্ন ফ্লাইওভারে পর্যন্ত অসংখ্য মানুষ ভিড় করেছে। বিভিন্ন বয়সের এসব মানুষ অধীর আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছেন, উঁকি দিচ্ছেন। তাদের মনে বাসনা, যদি একটিবার প্রিয় তারকার দেখা মেলে!
উল্লেখ্য, দুই বছর পর অনুষ্ঠিত হচ্ছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এর মাধ্যমে নতুন কমিটি গঠিত হবে। যেটার মেয়াদ হবে আগামী দুই বছর। এবার দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে নির্বাচনে। একটিতে রয়েছেন ইলিয়াস কাঞ্চন ও নিপুণ; অন্যটিতে মিশা সওদাগর ও জায়েদ খান। তাদের সঙ্গে বিভিন্ন পদে আছেন আরও বহু তারকা।
এবার প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন পীরজাদা শহীদুল হারুণ। মোট ভোটারের সংখ্যা ৪২৮ জন। তাদের প্রদত্ত ভোটের মাধ্যমেই নির্ধারিত হবে সমিতির আগামীর কাণ্ডারি।
কেআই