ঘনিয়ে আসছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে ২০২২-২০২৪ মেয়াদের এই নির্বাচন। এতে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করবে বলে শোনা যাচ্ছে। একটি প্যানেলে সভাপতি পদে থাকছেন ইলিয়াস কাঞ্চন, সাধারণ সম্পাদক পদে নায়িকা নিপুণ। অন্য প্যানেলে রয়েছেন বর্তমান কমিটির মিশা সওদাগর ও জায়েদ খান।

জানা গেছে, মিশা-জায়েদের প্যানেল থেকে এবার নির্বাচনে অংশ নেবেন নায়করাজ রাজ্জাকের পুত্র অভিনেতা বাপ্পারাজ। তবে তিনি কোন পদের জন্য লড়বেন, তা এখনো স্পষ্ট নয়।

এদিকে বাপ্পারাজ জানিয়েছেন, তিনি সভাপতি পদে ইলিয়াস কাঞ্চনের বিজয় চান। প্রতিপক্ষ হয়েও এমন ইচ্ছের কথা জানিয়ে বাপ্পারাজ বলেন, ‘সভাপতি হিসেবে আমি প্রকাশ্যেই কাঞ্চন ভাইকে সমর্থন করব। সমিতির সভাপতি হিসেবে তাকেই দরকার।’

বাপ্পারাজ জানান, তিনি স্বেচ্ছায় নির্বাচনে অংশ নিচ্ছেন না। মিশা-জায়েদের অনুরোধের কারণেই নাকি লড়বেন তিনি। বিষয়টা অনুরোধে ঢেঁকি গেলার মতো! তার ভাষ্য, ‘যারা আগ্রহী আমাকে নিয়ে নির্বাচন করতে, তারাই করাচ্ছে। আমি তো কারো কাছে ভোট চাই না। আমি কোনো ফরম পূরণ করি না। তারাই আমার ফরম পূরণ করে দেয়, সব কিছু করে।’

এবার নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন অভিনেতা পীরজাদা হারুন। তার সঙ্গে থাকবেন বিএইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যানের ভূমিকায় দেখা যাবে পরিচালক সোহানুর রহমান সোহানকে। এই বোর্ডের সদস্য হিসেবে আছেন মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেন।

কেআই