খুলনায় ‘লাল মোরগের ঝুঁটি’, চলছে মাইকিং
ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পর এবার খুলনায় দেখা যাবে নূরুল আলম আতিক পরিচালিত আলোচিত সিনেমা ‘লাল মোরগের ঝুঁটি’। মুক্তির তৃতীয় সপ্তাহে সিনেমাটি দেখতে পাবেন খুলনাবাসী।
২৪ ডিসেম্বর থেকে খুলনার শঙ্খ সিনেমা হলে নির্মাতা ও সিনেমার কলাকুশলীদের সঙ্গে এটি দেখার সুযোগ পাবেন দর্শক। সিনেমাটির মুক্তি উপলক্ষে খুলনা শহর জুড়ে চলছে মাইকিং। উৎসবমুখর পরিবেশে শহরের মোড়ে মোড়ে লাগানো হচ্ছে পোস্টার।
বিজ্ঞাপন
এ দিকে আজ (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় ‘লাল মোরগের ঝুঁটি’র মুক্তি উপলক্ষে 'মিট অ্যান্ড গ্রিট উইথ টিম লাল মোরগের ঝুঁটি' শিরোনামের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়াতে। এতে উপস্থিত থাকবেন নির্মাতা ও কলাকুশলীরা।
স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে গত ১০ ডিসেম্বর মুক্তি পায় মুক্তিযুদ্ধের গল্পের সিনেমাটি। পাণ্ডুলিপি কারখানা প্রযোজনায় ২০১৪-১৫ অর্থ বছরে সরকারি অনুদান পায় এটি। এর শুটিং শুরু হয়েছিল ২০১৬ সালে।
এ সিনেমায় অভিনয় করেছেন লায়লা হাসান, আহমেদ রুবেল, আশনা হাবিব ভাবনা, অশোক বেপারী, আশীষ খন্দকার, জয়রাজ, শিল্পী সরকার, ইলোরা গওহর, জ্যোতিকা জ্যোতি, দিলরুবা দোয়েল, স্বাগতা, শাহজাহান সম্রাট, রেফাত হাসান সৈকত, দীপক সুমন, খলিলুর রহমান কাদেরী, অনন্ত মুনির, যুবায়ের, আশেক-মাশেক, মতিউল আলম, হাসিমুনসহ কুষ্টিয়া, টাঙ্গাইল এবং গৌরীপুর এলাকার সাধারণ মানুষ।
সিনেমাটির প্রযোজক মাতিয়া বানু শুকু, চিত্রগ্রহণে সুমন সরকার, কাশেফ শাহবাজী, মাজাহারুল ইসলাম, সম্পাদনা সামির আহমেদ, শব্দে সুকান্ত মজুমদার, সংগীত রাশিদ শরীফ শোয়েব, শিল্প নির্দেশনায় লিটন কর, ওয়াদুদ রেইনি, পোশাক পরিকল্পনায় শারমিন নাহার লাকী, আফরোজা, মৃন্ময়ী সরকার, রূপসজ্জায় মো. ফারুক, ফরহাদ রেজা মিলন।
আরআইজে