শুভশ্রীকে টেক্কা দিতে জিমে ছুটলেন রাজ
টালিউডের প্রথম সারির নির্মাতা রাজ চক্রবর্তী। ইন্ডাস্ট্রির বেশ কিছু হিট সিনেমার পরিচালক তিনি। অন্যদিকে একই ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকাদের একজন শুভশ্রী। ২০১৮ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। দাম্পত্য জীবনের তিন বছর পেরিয়ে তাদের ঘরে এখন একটি পুত্রসন্তানও আছে।
বিয়ের পর থেকে যেন দুজনের প্রেম আরও বেড়েছে। সোশ্যাল মিডিয়ায় ভালোবাসা জাহির করার কোনও সুযোগই ছাড়েন না তারা। ছেলের ইউভানের প্রায়ই দেখা মেলে নতুন বাবা-মায়ের। এই তো কদিন আগেই মালদ্বীপ থেকে।
বিজ্ঞাপন
প্রেগন্যান্সি ফ্যাট বেশ অনেকটাই ঝরিয়ে ফেলেছেন শুভশ্রী। মালদ্বীপে গিয়ে তো বিকিনি পরা ছবি দিয়ে সবাইকে চমকেও দিয়েছিলেন। সিনেমার শুটিংও শুরু করেছেন। সঙ্গে ডান্স শোর বিচারকের আসনে তো আছেনই!
তবে এবার বউয়ের দেখাদেখি ফিটনেসে মন দিলেন রাজও। ওয়ার্কআউটের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে জানিয়ে দিলেন নিজের ফিটনেস প্ল্যান।
জিম থেকে তিনটি ছবি শেয়ার করেন পরিচালক-প্রযোজক! ক্যাপশনে লেখেন, ‘এখন সময় হল চর্বি ঝরানোর… কম খেয়ে আর বেশি করে কাজ করে’!
আবার আজই নিজের ইনস্টাগ্রামে লাস্যময়ী রূপে ছবি শেয়ার করেছেন শুভশ্রী। জিন্সের সঙ্গে কালো ক্রপ টপ পরেছেন অভিনেত্রী। কাঁধ থেকে খুলে পড়েছে জ্যাকেট। চোখ আটকাচ্ছে নির্মেদ পেটে। বউয়ের থেকে উৎসাহ পেয়েই কি তবে জিমে এত তোরজোড়?
উল্লেখ্য, রাজের পরিচালনায় ২১ জানুয়ারি মুক্তি পাচ্ছে শুভশ্রীর পরবর্তী সিনেমা ‘ধর্মযুদ্ধ’। চলতি সপ্তাহেই খুশির খবরটি দেন এই দম্পতি।
আরআইজে