‘কাঠবিড়ালি’র পর দ্বিতীয় সিনেমা নিয়ে আসছেন পরিচালক নিয়ামুল মুক্তা। ‘রক্তজবা’ শিরোনামে সিনেমাটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম। ১৫ জানুয়ারি (শুক্রবার) থেকে শুরু হয়েছে শুটিং। ঢাকা, চাঁদপুর এবং মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে সিনেমার কাজ হয়েছে।

মুক্তার নতুন সিনেমার নায়িকা নুসরাত ইমরোজ তিশা। এছাড়াও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, শরীফুল রাজ, শিল্পী সরকার অপু, জয়ীতা মহলানবিশ, অরিত্র আরিয়া, কামরুল জিন্নাহ, কাজী তানভীর রশিদ অপু প্রমুখ। 

থ্রিলার ঘরানার এই সিনেমাটির কাহিনী, চিত্রনাট্য লিখেছেন মুহাম্মাদ তাসনীমুল হাসান। চিত্রগ্রহণ করছেন বরকত হোসাইন পলাশ, শিল্প নির্দেশনা দিচ্ছেন কাজী তানভীর রশিদ অপু।

‘রক্তজবা’ শুটিংয়ে লুৎফর রহমান জর্জ, নিয়ামুল মুক্তা, নুসরাত ইমরো তিশা ও শরীফুল রাজ,

নিয়ামুল মুক্তা বলেন, ‘সাধারণ গল্প নিয়ে কাজ করতে বেশি পছন্দ করি। আামার প্রথম সিনেমাটিও এমন ছিল। একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে আসা রহস্যময় চিঠির সূত্র ধরে এই সিনেমার গল্প এগিয়ে যাবে। বাকিটা জানতে দর্শকদের সিনেমাটি মুক্তির জন্য অপেক্ষা করতে হবে।’

নিয়ামুল মুক্তার প্রথম সিনেমা ‘কাঠবিড়ালি’ প্রাথমিকভাবে মুক্তি পায় ২০১৯ সালে। গজারমারা গ্রামের উম্মুক্ত মাঠে ২৭ ডিসেম্বর সিনেমাটির উদ্বোধনী প্রদর্শনী হয়। এরপর ২০২০ সালের ১৭ জানুয়ারি জাজ মাল্টিমিডিয়ার পরিবেশনায় বাংলাদেশের ১৮টি হলে এটি পুনরায় মুক্তি দেয়া হয়। 

প্রেম, অপরাধ, রোমাঞ্চধর্মী চিত্রনাট্য লিখেছেন মুহাম্মদ তাসনিমুল হাসান তাজ। ‘কাঠবিড়ালী’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া ও আসাদুজ্জামান আবীর।

এমআরএম