ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করছেন এ প্রজন্মের নায়িকা পূজা চেরি। সিনেমাটির নাম ‘গলুই’। নির্মাণ করছেন এস এ হক অলিক। জামালপুরের মনোরম স্থানে হচ্ছে সিনেমাটির চিত্রায়ন।

শাকিব ও পূজা চেরির শুটিংয়ের খবর পেয়ে হাজারো মানুষ ভীড় করেছে সেখানে। রীতিমতো জনস্রোত নেমেছে। মানুষের ভীড় সামলে শুটিং করতে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্টরা। নায়ক-নায়িকাও প্রকাশ করেছেন তাদের মধুর যন্ত্রণার অভিজ্ঞতা।

শাকিব খান বলেন, ‘এক অর্থে তো খুব ভালো লাগে যে, মানুষ এতো ভালোবাসে। এত দূর-দূরান্ত থেকে ছুটে আসে। শুধু এই অঞ্চলের মানুষ নয়, পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের মানুষ এসেছেন। নদীর ওই পাড়ে বগুড়া, সেখান থেকেও বহু মানুষ এসেছেন। মানে আশেপাশে যত অঞ্চল আছে, সব জায়গা থেকেই মানুষ ট্রলার, গাড়ি বিভিন্ন মাধ্যমে চলে আসে।’

অন্যদিকে পূজা চেরি ছোট বেলা থেকেই এমন স্বপ্ন দেখে এসেছেন। তাই হাজারো মানুষের ভীড় দেখে উচ্ছ্বসিত তিনি। বললেন, ‘ছোট বেলা থেকে আমি চাইছিলাম যে, যখন আমি শুটিং করব, তখন এরকম ভিড় হবে, মানুষ দেখবে। এটা একদিক থেকে পজিটিভভাবে দেখি, আরেকদিক থেকে নেগেটিভ। কারণ শুটিংও তো করতে হয় আমাদের।’

এই সিনেমায় শাকিব অভিনয় করছেন লালু চরিত্রে। লালু হলো গ্রামের এক সহজ-সরল যুবক। তার বিপরীতে মালা চরিত্রে আছেন পূজা চেরি। এছড়াও অভিনয় করছেন আজিজুল হাকিম ও ফজলুর রহমান বাবুর মতো নন্দিত অভিনয়শিল্পীরা।

সিনেমায় নিজের এবং পূজার চরিত্র নিয়ে শাকিব বলেন, ‘এই সিনেমায় আমি যতটা সাদামাটা, পূজা ততটাই গ্ল্যামারাস। সিনেমায় ও-ই একমাত্র গ্ল্যামারাস চরিত্র। পূজার প্রেমে তো এমনিতেই অনেকে পড়ে আছেন, এই সিনেমা দেখার পর আরও অনেকে ওর প্রেমে পড়বে।’

সরকারি অনুদানের পাশাপাশি সিনেমাটি প্রযোজনা করছেন খোরশেদ আলম খসরু। জানা গেছে, সিনেমাটির বাজেট প্রায় ২ কোটি টাকা। এর মধ্যে শাকিবের পারিশ্রমিক নিচ্ছেন ৪০ লাখ টাকা।

কেআই