জামিনের পর প্রথম সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন পরীমণি
চিত্রনায়িকা পরীমণি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জেল খেটেছেন প্রায় এক মাস। গত ১ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান তিনি। এরপর আলাদাভাবে কয়েকটি গণমাধ্যমে কথা বলেছেন। কিন্তু কোনো সংবাদ সম্মেলনে অংশ নেননি।
অবশেষে সাংবাদিকদের মুখোমুখি হতে যাচ্ছেন পরী। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় এফডিসির জহির রায়হান কালার ল্যাবে এক সংবাদ সম্মেলনে অংশ নেবেন তিনি। তবে এটা তার ব্যক্তিগত কিংবা কারাবাস-জামিন বিষয়ে নয়, একেবারেই সিনেমাকেন্দ্রিক আয়োজন।
বিজ্ঞাপন
রাশিদ পলাশ পরিচালিত ‘প্রীতিলতা’ সিনেমার সংবাদ সম্মেলন এটি। যেহেতু সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে আছেন পরীমণি, সেহেতু তিনিই থাকছেন এর মধ্যমণি। এছাড়াও থাকবেন সিনেমাটির সংশ্লিষ্টরা।
‘প্রীতিলতা’ সিনেমার শুটিং শুরু হয় গত বছরের শেষের দিকে। নানা কারণে এখনো চিত্রায়ন শেষ হয়নি। আগামী অক্টোবরে চট্টগ্রামে বাকি অংশের দৃশ্যধারন হবে বলে জানা গেছে।
ব্রিটিশবিরোধী আন্দোলনের বিখ্যাত ব্যক্তিত্ব প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে এই সিনেমার গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন গোলাম রাব্বানি। এর পাণ্ডুলিপি উপদেষ্টা হিসেবে কাজ করেছেন বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেন। কস্টিউম ডিজাইনার হিসেবে রয়েছেন খ্যাতিমান ডিজাইনার বিবি রাসেল।
জামিন পাওয়ার পর পরীমণি কাজে ফিরেছেন। কিছু দিন আগেই অংশ নিয়েছেন ‘মুখোশ’ নামের একটি সিনেমার ডাবিংয়ে। এছাড়া ‘গুনিন’ নামের নতুন আরেকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। যেটি নির্মাণ করছেন গিয়াসউদ্দিন সেলিম। এতে পরীর বিপরীতে থাকছেন শরীফুল রাজ।
কেআই