শাবানা ভদ্রমহিলা, পরীমণি শুধু মহিলা: বিপ্লব চ্যাটার্জি
চিত্রনায়িকা পরীমণির গ্রেফতার হওয়ার ঘটনা কেবল দেশেই সীমাবদ্ধ নেই; ভারতের পশ্চিমবঙ্গেও বিষয়টি নিয়ে আলচনা-সমালোচনা হচ্ছে। কেননা টালিউডের বেশ কয়েকজন তারকার সঙ্গেও নাকি পরীর ‘বিশেষ যোগাযোগ’ ছিল। এ কারণে কলকাতার গণমাধ্যমে প্রকাশ হচ্ছে পরী সম্পর্কিত বিভিন্ন প্রতিবেদন।
এবার কলকাতার গুণী অভিনেতা বিপ্লব চ্যাটার্জি মন্তব্য করেছেন পরীমণি ইস্যুতে। তিনি পরীমণির সঙ্গে ‘রক্ত’ সিনেমায় কাজ করেছিলেন। সেই সূত্র ধরে একটি গণমাধ্যমের কাছে অভিনেতা বলেন, ‘ওর মতো মহিলার সঙ্গে পর্দা ভাগ করার কোনো প্রশ্নই ওঠে না! কেবল নাচের একটি দৃশ্যে এক ফ্রেমে ছিলাম। এই পর্যন্ত!’
বিজ্ঞাপন
বাংলাদেশের কিংবদন্তি অভিনেত্রী শাবানাকে শ্রদ্ধা করেন বিপ্লব। তা জানিয়ে অভিনেতা বলেন, ‘শাবানা আক্ষরিক অর্থেই ভদ্রমহিলা। তার স্বামীর সঙ্গেও আলাপ আছে। এই তারকা দম্পতির কোনো তুলনা হয় না। কিন্তু পরীমণিকে মহিলার বাইরে অন্য কিছু বলতে রাজি নই।’
বিপ্লবের কথায় স্পষ্ট, পরীমণী অভদ্র! কিন্তু তিনি কীভাবে জানেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পরীমনির সম্পর্কে অনেক কথা শুনেছি। যা আমার ভালো লাগেনি। সব রটনা তো মিথ্যে নয়। কিছু না থাকলে কি একজনের নামে এত বদনাম শোনা যায়!’
উল্লেখ্য, গত ৪ আগস্ট পরীমণির বাসায় অভিযান পরিচালনা করে র্যাব। এ সময় বিপুল পরিমাণ মাদকসহ তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে তোলা হলে ৪ দিনের রিমান্ডের আদেশ দেন আদালত। মঙ্গলবার (১০ আগস্ট) সেই রিমান্ডের মেয়াদ শেষ হলে সিআইডির আবেদনের প্রেক্ষিতে আরও ২ দিনের রিমান্ড মঞ্জু করেন আদালত।
কেআই/আরআইজে