বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮০তম প্রয়াণ দিবস আজ। ১৯৪১ সালের বাইশে শ্রাবণ তিনি না ফেরার দেশে পাড়ি জমিয়েছিলেন। কিন্তু চলে গিয়েও রবী ঠাকুর আজও বাঙালির সত্তায় সমানভাবে মিশে আছেন। তার সৃষ্টিকর্ম এখনো উজ্জীবিত করে সবাইকে। বাংলা সাহিত্যের ভাণ্ডারে তার মতো করে এতোটা প্রভাব বিস্তার করতে পারেননি আর কেউই। তাই যুগের পর যুগ চলে গেলেও রবীন্দ্রনাথ সবসময়ই প্রাসঙ্গিক।

এদিকে আজ রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস উপলক্ষে বিশেষ শ্রদ্ধা জানিয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। তিনি তার প্রতিষ্ঠান ‘এসকে ফিল্মস’-এর পেজ থেকে লিখেছেন, ‘পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ প্রতিভার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। যিনি বাঙালির হৃদয়ে জাতিসত্তার চেতনা জাগিয়েছিলেন। তাঁর হাত ধরে বাংলা সাহিত্য নতুন রূপ লাভ করে।’

রবী ঠাকুরের সৃষ্টিকর্মের কথা উল্লেখ করে শাকিব আরও লিখেছেন, ‘বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিকাশে কবিগুরু অসামান্য অবদান রেখে গেছেন। আমাদের সাহিত্য ভাণ্ডারে কোথায় নেই রবীন্দ্রনাথে অমর কীর্তি? কবিতা, নাট্যকার, কথাশিল্পী, সমাজ ও শিক্ষা সংস্কারক, চিত্রশিল্পী, গীতিকার, সুরকার, সংগীত পরিচালক, ছোটগল্পের রূপকার, ভাষাবিদসহ বহু গুণে গুণান্বিত মানুষ ছিলেন তিনি।’

সবশেষে এ নায়ক লিখেছেন, ‘বাঙালির চিন্তা, মনন ও জীবনের প্রতিটি বাঁকে মিশে থাকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮০তম প্রয়াণবার্ষিকীতে শ্রদ্ধাভরে স্মরণ ও অকৃত্রিম ভালোবাসা জানাই।’

কেআই