দেশের সবচেয়ে আলোচিত সাইন্সফিকশন সিনেমা ‘বিজলী’। ২০১৮ সালে মুক্তি পায় ইফতেখার চৌধুরী পরিচালিত সিনেমাটি। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন ইয়ামিন হক ববি। এছাড়া সিনেমাটির প্রযোজনাও করেছিলেন তিনি।

মুক্তির পর ‘বিজলী’ বেশ ভালো সাড়া পেয়েছিল। তবে ওই সময় অনেকেই সিনেমাটি দেখার সুযোগ পাননি। সেই দর্শকদের জন্য এবার ‘বিজলী’ দেখার সুবর্ণ সুযোগ। ঈদুল আজহা উপলক্ষে প্রথমবারের মতো টেলিভিশনে দেখানো হবে এই সিনেমা। ঈদের চতুর্থ দিন দুপুর ২টা ১০ মিনিটে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল জিটিভিতে প্রদর্শিত হবে ‘বিজলী’।

একজন সাধারণ মানুষের অসাধারণ সুপারপাওয়ার এবং সেটাকে ঘিরে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ‘বিজলী’। এতে ববির বিপরীতে অভিনয় করেছেন কলকাতার রানভির। এছাড়াও অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, শতাব্দী রায়, জাহিদ হাসান, দিলারা জামান, মিশা সওদাগর, আনিসুর রহমান মিলন প্রমুখ। দেশজুড়ে সিনেমাটির পরিবেশনা করেছিল জাজ মাল্টিমিডিয়া।

কেআই