ঈদ শুভেচ্ছায় যা বললেন শাকিব খান
দেশজুড়ে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে আজ। মুসলমানদের অন্যতম এই ধর্মীয় উৎসবের আনন্দে মেতে আছে সবাই। তবে আনন্দের মাঝেও খেয়াল রাখা উচিৎ করোনা মহামারির কথা। কেননা এখনো প্রতিদিন দুই শতাধিক মানুষের মৃত্যু হচ্ছে এই ভাইরাসে।
করোনা সংক্রমণের কথা মাথায় রেখে ঈদ উদযাপনের আহ্বান জানিয়েছেন দেশসেরা নায়ক শাকিব খান। একটি ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘বছর ঘুরে আবারও এলো আনন্দ ও ত্যাগের মহিমা নিয়ে পবিত্র ঈদুল আজহা। আমরা জানি, করোনার দুর্যোগ এখনো আমাদের জীবন থেকে চলে যায়নি। তাই ত্যাগ ও আনন্দের এই মুহূর্তে আমাদের সকলেরই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। দূরে থেকেও আত্মীয়-স্বজন এবং পাড়া-প্রতিবেশীদের খোঁজ-খবর নিতে হবে। তাহলে সবার ঘরে কোরবানি না হলেও ঘরে ঘরে পৌঁছে যাবে ঈদের খুশি, ঈদের আনন্দ।’
বিজ্ঞাপন
কোরবানি করার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের কথাও জানা শাকিব। তার ভাষ্য, ‘খেয়াল রাখতে হবে, আমরা যেন সামাজিক দূরত্ব মেনে, শুধুমাত্র নির্দিষ্ট স্থানে কোরবানি করি। বাইরে বের হলেই মাস্ক পরি। কোরবানির পর কোরবানির স্থান খুব ভালোভাবে পরিষ্কার করি। উৎসবের এই সময়টুকুতে আমরা যদি দায়িত্বশীল হয়ে নিয়ম-কানুন মেনে চলি, তাহলেই সুস্থ থাকবে আমাদের পরিবার। সুস্থ থাকবে পুরো দেশ।’
প্রসঙ্গত, বাংলাদেশের ঈদ মানেই শাকিব খানের সিনেমা। তবে মহামারির কারণে সিনেমা হল বন্ধ থাকায় এবারের ঈদেও তার কোনো নতুন সিনেমা মুক্তি পায়নি। অবশ্য কিছু দিন আগে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ‘নবাব এলএলবি’ দেখানো হবে চ্যানেল আইতে। বৃহস্পতিবার (২২ জুলাই) সকাল ১০টা ১৫ মিনিটে সিনেমাটি দেখানো হবে।
কেআই