চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম এবারও পশু কোরবানি দিচ্ছেন। এজন্য ক্রয় করেছেন একটি ছাগল। নিয়ম মেনে পবিত্র ঈদুল আজহার দিনে তার বাড়িতে পশুটিকে কোরবানি দেওয়া হবে।

মঙ্গলবার (২০ জুলাই) দুপুরের দিকে নিজের ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করেন মিম। সেখানে দেখা যায়, সদ্য কেনা ছাগলকে তিনি পাতা খাওয়াচ্ছেন।

ছবিটির ক্যাপশনে এ অভিনেত্রী লিখেছেন, ‘আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। এই পবিত্র উৎসবে সামিল হতে পেরে সত্যিই খুব ভালো লাগে, যখন দেখি দিন-রাত আমার পরিবারের সেবা করা মানুষগুলোর মুখে হাসি ফোটে।’

এ বিষয়ে জানতে মিমের সঙ্গে যোগাযোগ করে ঢাকা পোস্ট। সুন্দর মনের সুদর্শনা এ নায়িকা বলেন, ‘আমাদের বাড়িতে যারা কাজ করেন, তারা প্রত্যেকেই মুসলিম। তারা তো আমাদের পরিবারই অংশ। পূর্ণ আনন্দ নিয়ে তারাও যেন ঈদ উদযাপন করতে পারে, সেজন্যই পশুটি কিনেছি।’

গত বছর থেকে মিম এই মহৎ কাজটির সূচনা করেছেন। তিনি বলেন, ‘আগে তাদেরকে জামা-কাপড় দিতাম। পরে কোরবানির ঈদ উপলক্ষে এই ভাবনাটি মাথায় আসে। আসলে তাদের সঙ্গে আনন্দটা ভাগাভাগি করে নিতে ভালো লাগে। মনে প্রশান্তি কাজ করে।’

এদিকে মিমের এমন অসাধারণ উদ্যোগে মুগ্ধ তার ভক্তরা। অন্য ধর্ম এবং বাড়ির সহযোগীদের প্রতি তার এই মমতাবোধ সবার প্রশংসা পাচ্ছে। তিনি ছবিটি পোস্ট দেয়ার মাত্র ৪০ মিনিটেই ২১ হাজারের বেশি রিএকশন এবং প্রায় দেড় হাজার মন্তব্য পড়েছে।

কেআই