আবারও বিধ্বংসী আগুনের ভয়াবহতা দেখল দেশ। গত বৃহস্পতিবার (৮ জুলাই) নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড লিমিটেডের ছয়তলা ভবনে অগ্নিকাণ্ড ঘটে। এতে অন্তত ৫২ জন শ্রমিকের মৃত্যু হয়েছে।

ফায়ার সার্ভিসের মতে, ভবনটির চারতলা তালাবদ্ধ থাকায় এবং অগ্নিনির্বাপণ যন্ত্র না থাকার কারণেই এত বেশি প্রাণহানি হয়েছে। এ ঘটনায় পুরো দেশই শোকাহত। ব্যতিক্রম নন তারকারাও।

রূপগঞ্জের অগ্নিকাণ্ড নিয়ে শোক প্রকাশ করেছেন দেশ সেরা দুই সিনে তারকা শাকিব খান ও জয়া আহসান। ফেসবুকে স্ট্যাটাসে কিং খান লিখেছেন, ‘আবার অগ্নিকাণ্ড, কী ভয়াবহ! কিছু দিন পরপর এমন মর্মান্তিক সংবাদ আর দেখতে ও শুনতে চাই না। করোনায় দৈনিক মৃত্যু আমাদের প্রকৃত মহামারিতে নিয়ে এসেছে। মানুষ ভাইরাস থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। দেশের দারুণ অর্থনৈতিক ক্রান্তিকালেও সরকার সব ধরণের অজরুরি প্রতিষ্ঠান বন্ধ করে লকডাউন ঘোষণা করেছেন; তখন এ ধরণের মর্মান্তিক মৃত্যু আমাদের বিস্ময়ে হতবাক করে দেয়।’

আহতদের দ্রুত চিকিৎসার আহ্বান জানিয়ে শাকিব আরও লিখেছেন, ‘নারায়ণগঞ্জের রূপগঞ্জের কারখানার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় যারা মারা গেছেন, তাদের প্রতি গভীর শোক প্রকাশ করছি। নিহতদের আত্মার শান্তি কামনার পাশাপাশি তাদের পরিবার ও পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাই। সেই সঙ্গে আহতদের দ্রুত চিকিৎসা ও সুস্থতা কামনা করছি।’

জয়া আহসান লিখেছেন, ‘নারায়ণগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন বহু মানুষ। এমন মর্মান্তিক ঘটনায় আমি স্তব্ধ ও শোকাহত। মৃত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করি। এই অকস্মাৎ ক্ষতিতে স্বজনহারা হলো বহু পরিবার। তাদের প্রতি আমার একান্ত সমবেদনা রইল।’

কেআই/আরআইজে