এবার ‘অন্তর্জাল’-এ এবিএম সুমন
‘ঢাকা অ্যাটাক’ খ্যাত নির্মাতা দীপংকর দীপন নতুন চলচ্চিত্র বানাচ্ছেন। নাম ‘অন্তর্জাল’। আগেই সিনেমাটিতে যুক্ত হয়েছেন এ প্রজন্মের জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ, চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ও সুনেরাহ বিনতে কামাল। এবার যুক্ত হলেন এবিএম সুমন।
গত ৩০ জুন সন্ধ্যায় এ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিওসের কার্যালয়ে এবিএম সুমনের সঙ্গে প্রতিষ্ঠানটির চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সিনেমাটির প্রযোজক সাদেকুল আরেফীন ও সহ-প্রযোজক শাহ আমীর খসরু।
বিজ্ঞাপন
‘অন্তর্জাল’ নির্মিত হচ্ছে ‘আগামীর যুদ্ধটা হবে সাইবারে, কতটা প্রস্তুত আমাদের যোদ্ধারা’-এই স্লোগানে। এটিই হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম সাইবার থ্রিলার সিনেমা। এতে সিআইডির ফিনটেক সাইবার ক্রাইমের দ্বায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা রায়হান চরিত্রে অভিনয় করবেন এবিএম সুমন।
এই সিনেমায় বিদ্যা সিনহা মিমকে দেখা যাবে কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (সার্ট)-এর সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হিসেবে। তার সঙ্গেই কাঁধে কাঁধ মিলিয়ে সাইবার আক্রমণ থেকে দেশ রক্ষায় কাজ করবেন এবিএম সুমন।
সিনেমাটির সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে এবিএম সুমন বলেন, “দীপংকর দীপন দাদার ‘ঢাকা অ্যাটাক’ আমার ক্যারিয়ারে অন্য মাত্রা যোগ করেছে। তার চিন্তাধারা খুব পরিস্কার এবং যেকোনো কাজের জন্য অভিনয়শিল্পীদের সঙ্গে তার দারুণ বোঝাপড়া তৈরি হয়। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা আমাকে দারুণ কিছু জানার সুযোগ করে দেয়। সেই সঙ্গে এর চরিত্রটি আমার খুব ভালো লেগেছে।”
পরিচালক দীপংকর দীপন বলেন, ‘সুমন আমার খুব পছন্দের অভিনয়শিল্পী। যেকোনো চরিত্রে নিজেকে দারুণভাবে মানিয়ে নিতে পারেন। এই সিনেমায় তাকে নানামাত্রিক সাইবার ও ডিজিটাল সমস্যা ও সংকটের মুখোমুখি হতে হবে। সেই চ্যালেঞ্জের জন্য তাকে দারুণভাবে তৈরির কাজটি শেষ করেছি আমরা।’
উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ‘অন্তর্জাল’ সিনেমার ঘোষণা দেন। এর গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিতব্য এই সিনেমাটি প্রযোজনা করছে মোশন পিপল স্টুডিও। সার্বিক সহযোগিতায় স্পেলবাউন্ড লিও বার্নেট।
কেআই/আরআইজে