অবশেষে ঈদে মুক্তির অনুমতি পেল ‘বরবাদ’

নানা জল্পনা-কল্পনার পরে অবশেষে ঈদে মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘বরবাদ’। মঙ্গলবার বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে গ্রিন সিগন্যাল পেয়েছে সিনেমাটি। 

এর আগে বরবাদের কিছু দৃশ্যের বিষয়ে আপত্তি থাকায় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ফেরত আসে । দৃশ্যগুলো সম্পাদনা করে আজ মঙ্গলবার পুনরায় ছাড়পত্রের জন্য জমা পড়ে। অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে সিনেমাটি। 

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য কাজী নওশাবা বিষয়টি নিশ্চিত করেছেন। একইসঙ্গে কেন বরবাদের কিছু দৃশ্যের সম্পাদনার প্রয়োজন ছিল, সেই প্রশ্নের উত্তরও দিয়েছেন। 

নওশাবা  বলেন, ‘দেখুন, বোর্ডে আমরা যারা আছি, সবাই বাংলা সিনেমার ভালো চাই। সবসময়ই সিনেমার সেন্সরশিপের ক্ষেত্রে কিছু বিষয় মানা হয়। ‘বরবাদ’ সিনেমার ক্ষেত্রেও তার ব্যাতিক্রম হয়নি। বিষয়টি নিয়ে যেভাবে আলোচনা-সমালোচনা হচ্ছে, এটি মোটেও তেমন কিছু নয়। বোর্ডের সবাইমিলে সিনেমাটির সংশোধিত কপি দেখে ছাড়পত্র দেওয়া হয়েছে। এটি মুক্তিতে কোনও বাধা নেই।’

জানা গেছে, সিনেমাটিকে ইউ গ্রেডে সনদপত্র দেওয়া হচ্ছে।

মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় ‘বরবাদে’ শাকিব ফের জুটি বেঁধেছেন ইধিকা পালের সঙ্গে। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মামুনুর রশীদ, ইন্তেখাব দিনার, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর প্রমুখ।

এনএইচ