ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান ও ইধিকা পাল অভিনীত  সিনেমা ‘বরবাদ’ এর  ১ মিনিট ৪৪ সেকেন্ডের ট্রেজার মুক্তি পেয়েছে। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীসহ নেটিজেনরা বেশ আলোচনা করছেন। 

ট্রেজার থেকে দেখা যায়, শাকিব খানে নিজেকে ভেঙেচুরে নতুন ভাবে নিজেকে উপস্থাপন করেছেন। বরবাদ সিনেমাটি ঈদুল ফিতরে বক্স অফিসে মুক্তি পাবে। 

তানিম নামে এক নেটিজেন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘কি দেখালো মেগাস্টার শাকিব খান এই ধরনের সিনেমা বাংলাদেশের শাকিব খান ছাড়া আর কেউ করেনি এ পর্যন্ত।’

‘বিগত দিনের সমস্ত রেকর্ড ছাড়িয়ে যাবে আশা করা যায় বরবাদ মুভি তুফানের চেয়েও ভালো হবে বরবাদ এমনটাই আশা করছি বরবাদ মুভির জন্য শুভকামনা রইল ঈদে কাঁপাবে সিনেমা হলের পর্দা বরবাদ।’

আনিকা নামে আরেকজনের ভাষ্য, ‘টিজার নয় যেন আগুন দেখলাম পুরাই ফাটিয়ে দিয়েছেন মেগাস্টার শাকিব খান 
ঈদের দিন যাওয়া হচ্ছে সিনেমা হলে বরবাদ মুভি দেখতে।’

জুবায়েরের কথায়, ‘শাকিব খানকে বাংলাদেশ অনেক মানুষ পছন্দ করে না। এই মুভিটা দেখার পর সবাই শাকিব খানকে পছন্দ করবে। দেখতে সাউথ ইন্ডিয়া নায়কের মত লাগছে।’

প্রসঙ্গত, রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে এ সিনেমা প্রযোজনা করেছেন শাহরিন আক্তার সুমি। ১৮ কোটি টাকার প্রযোজনা বাজেটে নির্মিত এই ছবিটি বাংলাদেশি চলচ্চিত্রগুলোর মধ্যে সবচেয়ে ব্যয়বহুল।

এমআইকে