হাজার কোটি টাকা নিয়ন্ত্রণে নিতে তৎপর প্রভাবশালী মাফিয়া থেকে শুরু করে রাজনীতিবিদ, শীর্ষ সন্ত্রাসী, ব্যবসায়ীরা। যে টাকার কারণে মারামারি, খুনসহ নানান ঘটনায় উত্তাল হয়ে ওঠে পুরো শহর। তারই এক ঝলকের দেখা মিলল নির্মাতার তরফে। রায়হান রাফির ‘ব্ল্যাক মানি’র ট্রেলারে উঠে আসে সেই হাজার কোটির গল্পের নেপথ্যে এক ধুন্ধুমার অ্যাকশন; কিন্তু এতকিছুর পরও সেই টাকা কার ভাগ্যে জোটে, তার রহস্য জানতে শুধু সিরিজটির মুক্তির প্রহর গোনা বাকি।

মঙ্গলবার রাতে আসন্ন ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’র ট্রেলার প্রকাশ করেন নির্মাতা রায়হান রাফি। দেড় মিনিটের সেই ট্রেলারে উঠে আসে কয়েক গ্রুপের মাঝে এক বিশাল অঙ্কের কালো টাকা কাড়াকাড়ির গল্প; উঠে আসে খুন, মাফিয়া দলের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধের মতোও দৃশ্য।

পুরো ট্রেলারের আবহে শোনা যায় একটি র‍্যাপ গান। আর রাখা হয় শুধুমাত্র একটি সংলাপ, যার মাধ্যমে রাখা হয় গল্পের টুইস্ট। মাফিয়া-পুলিশের অ্যাকশন ছাড়াও চমক রাখা হয় আইটেম নাচ দিয়ে।

‘ব্ল্যাক মানি’র প্রধান চরিত্রে অভিনয় করেছেন নায়ক রুবেল। প্রকাশিত সেই ট্রেলারে তাকে দেখা গেছে এক গ্যাংস্টারের অবতারে। এ ছাড়াও আছেন নায়িকা পূজা চেরি। যার সঙ্গে মাফিয়া, গ্যাংস্টার কিংবা রাজনীতিবিদদের সঙ্গ দেওয়ার দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। সেখানে এক ঝলক আইটেম নাচেও কোমড় দোলাতে দেখা গেছে নায়িকাকে।

এছাড়াও সিরিজটির বিভিন্ন চরিত্রে আরও আছেন সালাউদ্দিন লাভলু, পাভেল, মুকিত জাকারিয়া, সুমন আনোয়ারসহ অনেকে। বিশেষত, ট্রেলারে সেই একটি মাত্র সংলাপটি বলতে শোনা যায় সুমনের মাফিয়া চরিত্রটি থেকে। সংলাপটি, ‘বাজান মালটা কেমন দেশী না বিদেশী’।

এর আগে এই সিরিজের একটি থিম পোস্টার প্রকাশ করেন নির্মাতা রায়হান রাফি। সেখানে দেখা যায় পিস্তল হাতে রুবেল, আর মোহনীয় লুকে রয়েছেন পূজা চেরি।

উল্লেখ্য, রায়হান রাফির এটিই কোনো প্রথম ওয়েব সিরিজ আসতে চলেছে। সিরিজটি প্রযোজনা প্রতিষ্ঠান বঙ্গতে স্ট্রিমিং হবে। কিন্তু ওয়েব সিরিজটি প্রকাশের দিনক্ষণ এখনও জানানো হয়নি।

ডিএ