২০২৪ সালটা অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে টলিগঞ্জের তারকা দম্পতি অভিনেতা কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের জন্য। এই বছরেই জীবনের নতুন পথচলা শুরু করেছেন দু’জন। সন্তানের মুখও দেখেছেন। 

চলতি বছরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী ছিল কাঞ্চন মল্লিকের কাছে? এবিপি আনন্দের প্রতিবেদকের প্রশ্নটা শুনেই হেসে ফেললেন কাঞ্চন। বললেন, ‘আমার তো জীবনটাই চ্যালেঞ্জ।’

কাঞ্চন বলছেন, ‘অবশ্য প্রত্যেকের জীবনই চ্যালেঞ্জ। সবটাই চ্যালেঞ্জ। তবে আমার কোথাও মনে হয়েছে, মাথা উঁচু করে, নিজের মতো করে, নিজের পছন্দের সঙ্গীকে সঙ্গে করে বাঁচব। সেটাই ছিল আমাদের ২০২৪-এর চ্যালেঞ্জ।’

অন্যদিকে শ্রীময়ী বলছেন, ‘আমার কাছে চ্যালেঞ্জ বলতে ছিল, একজন বিবাহিত পুরুষকে যখন কোনও মেয়ে ভালবাসি....একজন বিবাহিত পুরুষের যদি একজন বান্ধবী থাকে, তাকে নিয়েও অনেক কাটাছেঁড়া করা হয়। যেটা আমাদের নিয়েও হয়েছে, হচ্ছে, হবেও।’

শ্রীময়ী বলছেন, ‘কিন্তু সেখান থেকে যখন সম্পর্কের একটা পরিণাম দেওয়া হয়, সম্পর্কটা যখন পরিণতি পায়, সেটা একটা মেয়ের কাছে অনেক বড় প্রাপ্তি।’

অভিনেতার স্ত্রী বলছেন, ‘২০২৪-এ আমার কাছে আরও একটা বড় চ্যালেঞ্জ হল মাতৃত্ব। কথায় বলে, নারী সবই পারে। ৯ মাসের একটা সফর, একটা মাতৃত্ব সেটা একটা আলাদা অনুভূতি।’

শ্রীময়ী বলছেন, ‘কোনও নারীকে যদি সম্পূর্ণভাবে ব্যাখ্যা করা হয়, আমার মনে হয় মাতৃত্ব ছাড়া সবটাই বৃথা। আমার কাছে মাতৃত্বটা ২০২৪-এর সেরার সেরা চ্যালেঞ্জ।’

এমন কোন জিনিস যার পুনরাবৃত্তি চান না আগামী বছরে? কাঞ্চনকে উত্তর দিতে না দিয়েই শ্রীময়ী বলে উঠলেন, ‘এত ট্রোল, এত মিম... কাঞ্চনের পা সরু করে তাকে তীরচিহ্ন দিয়ে দেওয়া, কাঞ্চন কেন নিয়ন গ্রীন প্যান্ট পড়েছে.. এগুলো আর দেখতে চাই না। এত তো দেখলাম। আর কেন!’

কাঞ্চন এবার সুযোগ পেয়ে বললেন, ‘আগামী বছর এটাই চাইছি, আমাদের সন্তানকে ছেড়ে দিন। ওকে একটু সুস্থ পরিবেশে বড় হতে দিন। ওকে নিয়ে আর কাটাছেঁড়া করবেন না। আর আমাদের ছেড়ে দিন।’

এনএইচ