কনার ওপর কী কারণে চটলেন ন্যান্সি-কোনাল
দেশের জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির এক ফেসবুক স্ট্যাটাসকে ঘিরে শোবিজাঙ্গনে তোলপাড় বইছে। রোববার (১৪ জুলাই) সন্ধ্যায় ন্যান্সি তার ফেসবুকে একটি শিয়ালের ছবি পোস্ট করে লেখেন, ‘বরাবর, কোকিল নামযুক্ত কুটনি বুড়ি, শিয়াল রানি। পরের চুল কাটা নিয়ে না ভেবে নিজের লেজ কোথায়, কাদের কাছে, কীভাবে এবং কতবার কেটে এসেছো সেটা নিয়ে ভাবো।’
রীতিমতো চেহারা নিয়ে কটাক্ষ করে এই সংগীতশিল্পী আরও লেখেন, ‘মেকাপ ছাড়া দেখতে তুমি যেমন বিশ্রী, তোমার কর্মকাণ্ডও ঠিক তেমন বিশ্রী। মানের ভয় তোমার নেই জানি। কিন্ত প্রাণের ভয় তো আছে! তাই যত দ্রুত পারো জঙ্গলে চলে যাও, নইলে যে কোনো সময় রাম প্যাদানি খাবে। সতর্ক বার্তা প্রচারে...। সুস্থ শিল্প সমাজ।’
বিজ্ঞাপন
কিছুক্ষন পর ন্যান্সির সেই পোস্টের স্ক্রিনশট নিয়ে পাল্টা স্ট্যাটাস দেন সংগীতশিল্পী কোনাল। যেখানে তিনি লেখেন, ‘ন্যান্সি আপু ফিরে এসেছেন। বহুরূপী, মিথ্যুক, ভণ্ডরা আসলে বোঝে না। অসভ্য আচরণ, বর্বরতা, মিথ্যা প্রোপাগাণ্ডা ছড়াতে ছড়াতে মানুষ টায়ার্ড হয়ে গেলেও আল্লাহ টায়ার্ড হন না।’
সতর্ক করে কোনাল লেখেন, ‘রাম প্যাদানির সময় আসার আগে তার নিজের বেঁচে থাকা সম্মানটুকু নিয়ে সতর্ক হয়ে যাওয়া উচিত। অনেক হয়েছে! মানুষের সহ্যের সীমা থাকে। সীমা অতিক্রম করাটা আল্লাহও পছন্দ করেন না! ধন্যবাদ ন্যান্সি আপু, সব সময় অন্যের মতো সত্য কথা বলার জন্য।’
দুজনের পোস্টের নিশানায় কে ছিলেন, সেটা স্পষ্ট না করলেও ভক্তরা একজন গায়িকার নাম কানাঘোষা করছেন। তিনি সংগীতশিল্পী কনা। সম্প্রতি শাকিব খানের ‘তুফান’ সিনেমায় ‘দুষ্টু কোকিল’ গানে কণ্ঠে দিয়েছেন তিনি।
আরও পড়ুন
তবে কনার সঙ্গে ন্যান্সি ও কোনালের বিরোধ কী নিয়ে সেটা কিন্তু দুই গায়িকার কেউই স্পষ্ট করেননি। তবে নিজেদের পোস্টের কমেন্টবক্সেও কনাকেই ইঙ্গিত করে মন্তব্য করতে দেখা গেছে তাদেরকে।
এদিকে দুই গায়িকার মিলে অপর এক গায়িকাকে এভাবে আক্রমণ ভালোভাবে নিচ্ছেন না অনেকেই। যাদের মধ্যে রয়েছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। এই অভিনেতা সরাসরিই উল্লেখ করেছেন, ন্যান্সি ও কোনালের তীরের নিশানায় ছিলেন সংগীতশিল্পী কনা।
সোমবার এক ফেসবুক স্ট্যাটাসে জয় লিখেছেন, ‘সমস্যাটা কোথায় আমরা জানি না। কোনালের সাথে কনা কী করেছে? ন্যানসির সাথেও-বা কনা কী করেছে? যার কারণে ন্যানসি এত ক্ষিপ্ত। যখন দুইজন গায়িকা একজন মানুষের ওপর ক্ষিপ্ত হয় তখন সেই মানুষটির উচিৎ আত্মপক্ষ সমর্থন করা। কিংবা নিজেকে ক্লিয়ার করা। আপনাদের নিজেদের এই গণ্ডগোল সোশ্যাল মিডিয়া অন্যভাবে ব্যাখ্যা করবে। বিনোদন সাংবাদিকরা যখন কারও কাছ থেকে কোনো কিছু শুনতে পাবে না তখন মনগড়া নিউজ করবে। প্রকৃত দোষী জিতে যাবে। ভিকটিমরা আরও ক্ষতিগ্রস্ত হবে। সংলাপে বসুন। নিজেরা নিজেরা ইন্ডাস্ট্রির মুরুব্বীদের নিয়ে সমাধান করুন। আপনাদের গান এত ভালো। আপনাদের সম্পর্কগুলো ভালো না কেন?’
এনএইচ