সিনেমা বিশ্লেষক হিসেবে বলিউডে খ্যাতি রয়েছে তরন আদর্শের। ইন্ডাস্ট্রির নতুন কোনো সিনেমা মুক্তি মানেই তার আলোচনা, রিভিউ থাকবেই। শুধু বলিউড নয়, ভারতের যেকোনো ফিল্ম ইন্ডাস্ট্রির তারকা, ছবি নিয়ে বিশ্লেষণ করে থাকেন তিনি। 

তবে এবার ভারতীয় কোনো সিনেমা নয়, তরন আদর্শের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দেখা গেল বাংলাদেশি সিনেমার প্রচারণা। সেটাও ঢালিউড সুপারস্টার শাকিব খানের ‘তুফান’। 

শনিবার বিকেলে নিজের অফিসিয়াল এক্স ও ফেসবুক অ্যাকাউন্টে তুফান সিনেমার পোস্টার প্রকাশ করেন তিনি। ক্যাপশনে জানান, ভারতে এই সিনেমা মুক্তির দিনক্ষণ। 

আগামী ৫ জুলাই তুফান ভারতে মুক্তি পাচ্ছে জানিয়ে এই বিশ্লেষক লেখেন, ‘স্ম্যাশ হিট’ বাংলাদেশি সিনেমা তুফান ভারতে মুক্তি পাচ্ছে আগামী ৫ জুলাই। 

ভারত ও বাংলাদেশের তিনটি প্রযোজনা সংস্থা মিলে তুফান নির্মাণ করলেও প্রযোজক হিসেবে শুধু এসভিএফের কথা উল্লেখ করেন তরন আদর্শ। 

জানা গেছে, বেশ বড় পরিসরে ভারতে মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হয়েছে ‘তুফান’। প্রথমে পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়ার কথা থাকলেও এটি এখন ভারতের বিভিন্ন রাজ্যে মুক্তি পাবে।

ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, সুইডেন, স্পেন, ফ্রান্স, পর্তুগাল, নেদারল্যান্ডস, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও বাহরাইনে মুক্তি পেয়েছে শাকিব খানের সিনেমা। সেখানে দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে। 

এনএইচ