নিশ্চিত হোক শ্রমিকের নিরাপদ কর্মপরিবেশ: শাকিব খান
আজ ১লা মে (শনিবার) বিশ্ব শ্রমিক দিবস। অধিকার আদায়ের দিনে বিশ্বের শ্রমজীবী মানুষের কথা বললেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান। নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের পেজ থেকে এক পোস্টের মাধ্যমে শ্রমজীবি মানুষের প্রতি নিজের এই ভালোবাসা প্রকাশ করেন ‘কিং খান’ খ্যাত এই নায়ক।
পোস্টে শাকিব খান লেখেন, ‘সমাজের অন্যান্য পেশার মানুষের মতো সকল শ্রমিকের মর্যাদাসম্পন্ন শ্রেণি হিসাবেই আমাদের দেখা উচিত। তাদের পরিশ্রমের ফলে আমরা ভালো থাকি! ভালো থাকে একেকটি পরিবার। তাই তারাই রিয়েল লাইফের হিরো!’
বিজ্ঞাপন
তার মতে, ‘শ্রমিকদের ভালো রাখতে তাদের ন্যায্য ও সকল শ্রম অধিকার যথাযথভাবে বাস্তবায়ন হওয়া প্রয়োজন!’
তিনি আরও লেখেন, ‘নিশ্চিত হোক শ্রমিকের নিরাপদ কর্মপরিবেশ। সুস্থ থাকুক সকল শ্রমজীবী মানুষ, উন্নত হোক দেশ। জয় হোক মানবতার, জয় হোক মেহনতি মানুষের। মহান মে দিবসে দেশ ও প্রবাসের সব শ্রমজীবী মানুষদের জানাই শুভেচ্ছ।’
উল্লেখ্য, করোনার দ্বিতীয় ঢেউয়ের লকডাউন শুরুর আগে নিজের নতুন সিনেমা ‘অন্তরাত্মা’র শুটিং শেষ করেছেন শাকিব খান। শাহীন সুমনের পরিচালনায় এই সিনেমায় প্রথমবারের মতো তার সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার নায়িকা দর্শনা বণিক। সিনেমাটি প্রযোজনা করেছেন শাকিবের ‘সত্তা’র প্রযোজক সোহানী হোসেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে ঈদে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।