বিশ্ব টিকাদান সপ্তাহ শুরু হয়েছে ২৪ এপ্রিল। ‘টিকা আমাদের কাছে আনে’ স্লোগানে প্রচারণার অংশ হিসেবে ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খানকে ‘ভ্যাকসিন চ্যাম্পিয়ন’ ঘোষণা করেছে ইউনিসেফ বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ইউনিসেফ বাংলাদেশের ফেসবুক পেজে শাকিব খানের একটি ছবি পোস্ট করে তাকে কৃতজ্ঞতা জানিয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘বাংলাদেশের সর্বপ্রিয় অভিনেতা এবং একজন সম্মানিত প্রযোজক শাকিব খানের আরো একটি পরিচয় আছে। তিনি প্রকৃত অর্থে একজন দায়িত্ববান নাগরিক। সঠিক সময়ে করোনাভাইরাস টিকা নিয়ে তিনি নিজের ও নিজ কমিউনিটির সুরক্ষা নিশ্চিত করেছেন।’

ইউনিসেফ বাংলাদেশের ফেসবুক পেজে আরও লেখা হয়েছে,‘এই বিশ্ব টিকাদান সপ্তাহে ইউনিসেফের ভ্যাকসিন চ্যাম্পিয়ন হয়ে তিনি আপনাকেও আহ্বান জানাচ্ছেন, সঠিক সময়ে আপনার এবং আপনার সন্তানের টিকাদান নিশ্চিত করুন। এই গুরুত্বপূর্ণ বার্তাটি মানুষের মাঝে ছড়িয়ে দেয়ায় আপনার জন্য রইলো আমাদের অশেষ কৃতজ্ঞতা।’

শাকিব খানের করোনাভাইরাসের টিকা নেওয়ার ছবি

শাকিব খানও এই প্রসঙ্গে তার ফেসবুক পেজে লিখেছেন, ‘টিকা আমাকে, আমার আপনজনদের এবং আমার দেশকে পোলিও, হাম এবং টিবির মত মারাত্মক রোগ থেকে রক্ষা করেছে। আমি করোনাভাইরাস টিকা নিয়েছি যাতে আমার আপনজনদের নিরাপদ রাখতে পারি।’

তিনি আরও লিখেছেন, ‘করোনাভাইরাস থেকেও টিকা আপনাকে এবং আপনার আপনজনদেরকে নিরাপদ রাখবে। এই টিকাদান সপ্তাহে আপনি ও আপনার সন্তানের টিকা নিশ্চিত করুন এবং সকল মানুষের কাছে টিকা পৌঁছে দিতে ইউনিসেফের সাথে যোগ দিন, যাতে পুরো পৃথিবী সুরক্ষিত হতে পারে!’

এমআরএম/জেএস