শ্যামল মাওলা ও তার স্ত্রী মাহা সিকদার

বান্দরবানের থানচি উপজেলায় ‘নাদান’ সিনেমার শুটিংয়ে গিয়ে বিপাকে পড়েছে অভিনেতা শ্যামল মাওলাসহ পুরো শুটিং ইউনিট। বুধবার দুপুরে শহরের সোনালী ও কৃষি ব্যাংকের শাখায় ডাকাতি করেছে একদল সশস্ত্র সন্ত্রাসী। 

ঘটনাস্থলের ঠিক পাশেই একটি হোটেলে অবস্থান করছিল ‘নাদান’ সিনেমার পুরো টিম। বিষয়টি নিশ্চিত করেছেন শুটিং ইউনিটের কয়েকজন। তারা জানিয়েছেন, ঘটনার সময় হোটেলে ৪০-৫০ রাউন্ড গুলি এসে লেগেছে। যা তাদের সকলের মাঝে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেছে। 

জানা গেছে, ‘নাদান’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গত সোমবার (১ এপ্রিল) বান্দরবানের থানচি উপজেলায় যান অভিনেতা শ্যামল মাওলা, তার স্ত্রী মাহা সিকদার, পরিচালক ফরহাদ চৌধুরী, অভিনেতা এরফান মৃধা শিবলু ও চিত্রনায়ক সাইফ খানসহ বেশ কয়েকজন। টানা দুই দিন কাজ করার পর (৩ এপ্রিল) দুপুরে তারা বিপাকে পড়েন।

এদিন বেলা ১টার দিকে শহরের সোনালী ও কৃষি ব্যাংকের শাখায় দিনদুপুরে ডাকাতি করেছে একদল সশস্ত্র সন্ত্রাসী। প্রথমে তারা থানচি বাজার ঘেরাও করে ব্যাংক দুটিতে ঢুকে পড়ে। এসময় সবাইকে জিম্মি করে লুটতরাজ চালানো হয়। পরে বাজারের বেশ কয়েকজনের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়তে ছুঁড়তে সশস্ত্র সন্ত্রাসীরা চলে যায়।

‘নাদান’ টিমের এক সদস্য চিত্রনায়ক সাইফ খান বলেন, হুট করেই আজ সকাল থেকে পরিস্থিতি খারাপ হয়ে উঠেছে। আমরা হোটেলে অবরুদ্ধ আছি। আশা করছি, ঘণ্টা খানেকের মধ্যে এই স্থান ত্যাগ করব। আমাদের জন্য সবাই দোয়া করবেন।

এদিকে বান্দরবানে যাওয়ার পর থেকেই শ্যামল মাওলার ফোন বন্ধ। গত ১ এপ্রিল তিনি ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছেন, আপাতত নেটওয়ার্কের বাইরে আছেন। কোনো খরব দেওয়ার প্রয়োজন হলে তার স্ত্রী মাহা সিকদারকে জানালেই হবে।

এর আগে, গতকাল মঙ্গলবার (২ এপ্রিল) রাত নয়টার দিকে ৭০ থেকে ৮০ জনের একটি সশস্ত্র দল রুমাতে সোনালী ব্যাংকে লুটপাট চালায়। এসময় তারা আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে ১৪টি অস্ত্র লুট করে এবং সোনালী ব্যাংকের ব্যবস্থাপক নিজাম উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায়।

এনএইচ