ঢাকাই চলচ্চিত্রের নব্বইয়ের দশকের নায়িকাদের ‘স্টার’, ‘সুপারস্টার’ বলে মন্তব্য করেছেন চিত্রনায়ক ওমর সানী। এই নায়ক মনে করেন, নব্বইয়ের পরে ঢালিউডে কোনো স্টার বা সুপারস্টার নায়িকা নেই। এই সময়ের নায়িকাদের সব ভন্ডামি। 

মঙ্গলবার দিবাগত রাতে এক ফেসবুক স্ট্যাটাসে ওমর সানী লিখেছেন, ‘আমি অনেক ভাগ্যবান, আমাদের সমযয়ে নায়িকা হিসেবে, মৌসুমী, শাবনুর চম্পা, দিতি, লিমা, অরুনা বিশ্বাস, শাহনাজ, পপি পূর্ণিমা তাদেরকে পেয়েছি। নব্বই দশক সেরা। এরপর কোনো স্টার বা সুপারস্টার নায়িকা নেই। তারপর বাকিসব ভন্ডামি। বেস্ট নাইন্টি।’

ওমর সানীর এই স্ট্যাটাসে অনেকেই তার পক্ষ নিয়ে মন্তব্য করেছেন। আবার কেউ কেউ নায়কের সমালোচনাও করেছেন। 

বর্তমান সময়ের অভিনেত্রী রাজ রিপা লিখেছেন, ‘ভাইয়া নব্বই আমাদের আইডল, তাদের দেখে মুগ্ধ হয়ে আমরা নায়িকা হতে এসেছি, কিন্তু ডিজিটাল যুগে ডিজিটাল সিনেমা, ভালো সাপোর্ট, এবং হলের সংখ্যা কমে যাওয়াতে আজ আমাদের এই দুর্দশা। তার মধ্যে যে হারে পলিটিক্স হয় যেই সিনেমা আসুক না কেনো সেখানে সাপোর্ট না দিয়ে শুধুই বাঁধা। যাইহোক, আমরা সবাই স্বপ্ন পূরণে স্ট্রাগল করি। সিনিয়র আপনারা সাপোর্ট দিবেন বেশি বেশি যেন বাংলা সিনেমা যুগে যুগে টিকে থাকে। আপনারা আমাদের নিয়ে সিনেমা বানালেই ইনশাআল্লাহ ভালো কিছু পাবো।’

রিপার এই মন্তব্যের জবাবও দিয়েছেন ওমর সানী। তিনি লিখেছেন, অসম্ভব রকমের সহযোগিতা থাকবে আমাদের। 

ওমর সানীর ওই স্ট্যাটাসে চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া লিখেছেন, ‘কেয়া, রত্না এরাও কী ভূয়া দুলাভাই? পারলে সবাইকে নিয়ে লিখবেন, না পারলে অন্য কে ভুয়া লিখে নিজেকে ভূয়া প্রমাণ করবেন না। যাই হোক, পূর্নিমা আপু নব্বইয়ে না অনেক পরে আসছে। সম্ভব হলে সঠিক লিখেন।’

এর জবাবে নায়ক লিখেছেন, ‘বেসিক্যালি আমি যাদের সাথে কাজ করেছি তাদের কথাই বলেছি। তোমাদের প্রতি যথেষ্ট পরিমাণ সম্মানবোধ আছে। কিন্তু আমার দুর্ভাগ্য, তোমার সাথে আমার কাজ হয়নি।  

এনএইচ