দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ব্যক্তিগত জীবনে ১৯৯৮ সালে বিয়ের পিঁড়িতে বসেছিলেন তিনি। ২০১১ সালে হাঁটেন বিচ্ছেদের পথে। এরপর নতুন করে আর কোনো সম্পর্কে জড়াননি। 

বর্তমানেও সিঙ্গেল হিসেবেই জীবন কাটাচ্ছেন জয়া। এই নায়িকার সিঙ্গেল জীবনকে ঘিরে ভক্ত-অনুরাগীদের মাঝেও আগ্রহের কমতি নেই। বরাবরই তার প্রেম, বিয়ে নিয়ে নানা প্রশ্ন উঁকিঝুঁকি দেয় তাদের মনে। 

সম্প্রতি কলকাতার একটি সংবাদমাধ্যমের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন জয়া। যেখানে তিনি বলেন,  ‘আমি সিঙ্গেলই ভালো আছি। কিছু সময় ছিল যখন কারো সঙ্গে চা খাওয়াটা মিস করতাম বা কোনো বিষয় নিয়ে আলোচনা করাটা মিস করতাম। কিন্তু আমার পরিবার এতটাই পাশে থেকেছে যে সেই আক্ষেপগুলো করার জায়গাও নেই।’

এদিকে ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভে মুক্তি পাচ্ছে জয়ার প্রথম বলিউড সিনেমা ‘করক সিং’। আগামী ২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারতের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া। উৎসবটির ৫৪তম আসরে প্রিমিয়ার হবে ‘কড়ক সিং’র।

এই সিনেমা প্রসঙ্গে জয়া বলেন, ‘যখন সিনেমাটির প্রস্তাব আসে, সেই সময় থেকেই রোমাঞ্চকর লাগছিল। অনেক দিন ধরেই অনিরুদ্ধ রায় চৌধুরী ও পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল; সেই আশা পূরণ হল এবার।’

উল্লেখ্য, ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ব্যাচেলর’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় জয়ার। এরপর দুই যুগের কাছাকাছি সময়ের ক্যারিয়ারে একাধিক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। কাজ করেছেন নাটকেও। 

এনএইচ