প্রেমের কথা অস্বীকার করলেন দীঘি

ঢাকাই সিনেমার বর্তমান সময়ের নায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। যিনি কী না শিশুশিল্পী হিসেবেই সিনেমা জগতে পা রেখেছিলেন। একসময় শাকিব খান, ডিপজলের মতো তারকাদের সঙ্গে পার্শ্বচরিত্রে অভিনয়ের পর বর্তমানে মূল চরিত্রেও কাজ করছেন তিনি। 

এরই মধ্যে একাধিকবার প্রেম, বিয়ে নিয়ে সংবাদমাধ্যমে কথা বলতে হয়েছে দীঘিকে। প্রতিবারই নিজেকে সিঙ্গেল দাবি করে প্রেমের বিষয়গুলো এড়িয়ে গেছেন। 

তবে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ছেলের সঙ্গে এই নায়িকার বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে। যেখানে দু’জনের খুনসুটি মুহূর্তগুলোও ফুটে উঠেছে। শুধু তাই নয়, ওই ছেলের ফেসবুক প্রোফাইলেও দীঘির সরব উপস্থিতি দেখা গেছে। এমনকী বিভিন্ন ছবিতে তাদের দু’জনের মন্তব্য প্রেমেরই ইঙ্গিত দিয়েছে। 

বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয় দীঘির সঙ্গে। এই ছেলের সঙ্গে প্রেম করছেন কি না, এমন প্রশ্নে তিনি ঢাকা পোস্টকে বলেন- ‘না, তার সঙ্গে আমার কোনো প্রেমের সম্পর্ক নেই। আমরা খুব ভালো বন্ধু। ছোটবেলার বন্ধু। আমাদের মধ্যে বন্ধুত্বের বাইরে কিছু নেই।’

ছেলের সঙ্গে ঘনিষ্ঠ ছবিগুলো প্রসঙ্গে এই নায়িকার ভাষ্য, ‘আমরা তো লুকোচুরি করছি না। ছবিগুলো বন্ধু হিসেবেই তোলা। যেহেতু সে মিডিয়ার কেউ নয়, তাই আমি চাই তাকে নিয়ে এ বিষয়ে কোনো আলোচনার সৃষ্টি না হোক।’

বিভিন্ন ছবিতে ওই ছেলেকে ‘আমার’ বলে মন্তব্য করেছেন, সেটাও কি বন্ধু হিসেবেই? এমন প্রশ্নে দীঘি বলেন, ‘হ্যা, বন্ধু হিসেবেই এসব মন্তব্য। বন্ধুত্বের মধ্যে তো কত ধরণের বিষয় নিয়েই আলোচনা হয়। কত রকমের শব্দের ব্যবহার হয়। এসবই তেমন কিছু।’

ঢাকা পোস্টকে সর্বশেষ এই নায়িকা বলেন বলেন, কয়েকদিন আগে তৌহিদ আফ্রিদীকে জড়িয়ে আমার প্রেমের সম্পর্কের গুজব উঠেছিল। এরপর এমনও হয়েছে, আমি অনেকদিন তার সঙ্গে দেখা করিনি। শুধুমাত্র আমাদের সম্পর্ককে ‘প্রেম’র গুজব দেওয়ার জন্য।’

এদিকে প্রেমের বিষয়ে দীঘির সঙ্গে কথা বলার পরই সেই ছেলের ফেসবুক ওয়াল থেকে এই নায়িকার সঙ্গে থাকা সমস্ত ছবি মুছে ফেলা হয়েছে।

এনএইচ