সুমনকে শুভকামনা জানালেন শাকিব খান-সোহেল রানা
একদিন বাদেই শুক্রবার (২৫ আগস্ট) মুক্তি পেতে চলেছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত ‘এমআর-৯ : ডু অর ডাই’ সিনেমা।
বলা হচ্ছে এখন পর্যন্ত ঢালিউডের সবচেয়ে বিগ বাজেটের সিনেমা এটি। যা নির্মিত হয়েছে কাজী আনোয়ার হোসেনের সৃষ্টি মাসুদ রানা সিরিজের ‘ধ্বংস পাহাড়’ অবলম্বনে।
বিজ্ঞাপন
এ সিনেমায় মাসুদ রানা হিসেবে হাজির হচ্ছেন ঢালিউড অভিনেতা এবিএম সুমন। যিনি অভিনয় করেছেন একঝাঁক হলিউড ও বলিউডের অভিনেতাদের সঙ্গে।
ছবিটি মুক্তির আগেই দেশের চলচ্চিত্র অঙ্গনের বড় তারকাদের কাছ থেকে দোয়া ও সমর্থন নিচ্ছেন সুমন। তারই অংশ হিসেবে দেখা করেছেন ‘মাসুদ রানা’ সিরিজের প্রথম ‘মাসুদ রানা’ হিসেবে রুপালি পর্দায় আবির্ভাব হওয়া সোহেল রানার সঙ্গে। এসময় তার কাছ থেকে দোয়া নিয়েছেন তিনি।
আরও পড়ুন- আলোচনায় থাকি আপনারা আলোচনায় রাখেন বলে: জায়েদ খান
শুধু সোহেল রানাই নয়, শাকিব খানের কাছ থেকেও শুভেচ্ছাবার্তা পেয়েছেন সুমন। বিষয়টি নিশ্চিত করে একটি সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘শাকিব ভাইকে ফোন করেছিলাম। উনি ব্যস্ত থাকায় হয়তো ধরতে পারেননি। সরাসরি তার সঙ্গে দেখা করে প্রিমিয়ারের দাওয়াত দিতে চেয়েছি। উনি কিছুক্ষণ পরে আমাকে শুভকামনা জানিয়েছেন রিপ্লাই দিয়েছেন। এটা আমাকে অনেক বেশি স্পর্শ করেছে। আমার চোখে, শাকিব ভাই একজন সুপারস্টার এবং আমাদের বাংলাদেশের সুপারস্টার। তার থেকে শুভকামনা পাওয়া আমার জন্য বড় ব্যাপার।’
উল্লেখ্য, ‘এমআর-৯: ডু অর ডাই’ সিনেমায় সুমন ছাড়াও আরও অভিনয় করেছেন হলিউডের অভিনেতা নিকো ফস্টার মাইকেল জেই হোয়াইট, ম্যাট পাসমোর, ওলেগ প্রাডিউস, কেলি গ্রেসন প্রমুখ। এছাড়াও দেশের অভিনয়শিল্পীদের মধ্যে রয়েছে শহীদুল আলম সাচ্চু, আনিসুর রহমান মিলন, জেসিয়া ইসলাম, আলিশা ইসলাম, টাইগার রবি।
এ সিনেমার সংগীত পরিচালনা করেছেন গ্র্যামিজয়ী ভারতীয় সংগীতশিল্পী রিকি কেজ। প্রযোজনায় জাজ মাল্টিমিডিয়া, আল ব্রাভো ফিল্মস ও চেজিং বাটারফ্লাইস পিকচারস।
এনএইচ