সেদিন কী ঘটেছিল, জানালেন রাজ
কয়েকদিন আগেই মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হন ঢাকাই সিনেমার অভিনেতা শরিফুল রাজ। সে সময় হাসপাতালের বিছানায় মাথায় রক্তাক্ত অবস্থায় শুয়ে থাকার একটি ছবি প্রকাশ্যে আসে এই অভিনেতার।
জানা যায়, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন রাজ। সেখানে তার মাথায় চারটি সেলাই করতে হয়েছে। তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে সে তথ্য তখন জানা যায়নি।
বিজ্ঞাপন
এ বিষয়ে অনেক গুঞ্জনই ছড়িয়ে পড়ে শোবিজপাড়ায়। পরীমণি-রাজের মধ্যে ঝগড়া হয়েছে, সেখান থেকেই মাথায় আঘাত পেয়েছেন রাজ এমনটাও দাবি করা হয়। তবে এ বিষয়ে এই তারকা দম্পতির কেউই মুখ খুলতে চাননি।
বিষয়টি নিয়ে যখন নানা জল্পনার ডালপালা মেলছে তখন একটি সংবাদমাধ্যমের কাছে সেদিনের ঘটনার বিস্তারিত জানিয়েছেন শরিফুল রাজ। তিনি জানান, গাড়ি দুর্ঘটনার কারণে মাথায় আঘাত পেয়েছেন তিনি। পরীমণির সঙ্গে কোনো ঝামেলা হয়নি।
আরও পড়ুন- এটা পরীমণি ঠিক করেনি: তমা মির্জা
রাজ বলেন, ‘ঘটনার দিন তেজগাঁও এলাকা দিয়ে আমি গাড়িতে করে যাচ্ছিলাম। তখনই দুর্ঘটনা ঘটে। সামনে দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে লেগে যায় আমার গাড়ি। এসময় গাড়ির গ্লাস এসে মাথায় লাগে। এতেই জখমের সৃষ্টি হয়।’
পরীর সঙ্গে কোনো ঝামেলা বা কিছু হয়নি জানিয়ে এই অভিনেতা বলেন, ‘আমাদের মধ্যে কোনো দাম্পত্য কলহ থেকে আঘাতপ্রাপ্তির ঘটনা ঘটেনি। কিছু অতিউৎসাহী মানুষ এসব গল্প ছড়াচ্ছে।’
এর আগে, বুধবার (১৬ আগস্ট) রাতে গান বাংলার অফিসে একসঙ্গে ছেলে রাজ্যর প্রথম জন্মবার্ষিকীর কেক কাটেন রাজ-পরী। এ সময় তাদের সঙ্গে ছিলেন গান বাংলার দুই কর্ণধার কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নী। এমন একটি ভিডিও ও বেশ কয়েকটি ছবি বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল ৯টার দিকে তাপসের ফেসবুক ভেরিফায়েড পেজে প্রকাশিত হয়। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘রাজ্য বাবার জন্মদিন উদযাপন করা হচ্ছে টিএমের পক্ষ থেকে।’
এনএইচ